পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫০ ইলেকট্রিক টেলিগ্রাফ। ১৬৯। দুই কাটার যন্ত্রের ক, খ, তৎযন্ত্রে এইৰূপ সংযুক্ত যে তাহ ঘুরাইলে ঐ যন্ত্রস্থ দুইটি কাটা একবারে ঘুরিয়া থাকে। । ১৭০ ৷ দুই কাটার ঘন্ত্রের দ্বারা এই বিশেষ উপকার দর্শে। এক কাটা সঞ্চালনে কেবল এককালে দুই সঙ্কেত প্রকাশ পাইয়া থাকে। দুই কাটার সঞ্চালনে এককালে আট সঙ্কেত প্রকাশ পায়. -- যদি বল যে দুই কাটায় কিৰূপে এককালে আট সঙ্গেত প্রকাশ পাইয়া থাকে ? - ১৭১ ৷ তদুত্তর এই যে, যেমত এক কাটার । দ্বারা এক সময়ে দুই সঙ্কেত প্রকাশ হয় সেইৰূপ দুই কাটার দ্বারা দুই দ্বিগুণে চারিবার সঙ্কেত এবং ঐ কাটদ্বয় বক্র হইয়। মিলিত হইলে একবারে চারি সঙ্কেত প্রধাশ পায় । এতাবত এককালে ছুই কাটায় আট সঙ্কেত প্রকাশ পাইয় থাকে। ১৭২ । ত্রয়োদশ প্রতিকৃতির উপরিভাগে নহোবত যেৰূপ তন্মত যে চিত্রিত স্থান আছে, তাহাতে ঘণ্টা স্থাপিত থাকে। ঐ চিত্রের ধ, চি