পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকটিক টেলিগ্রাফ । SJ) দিয়া আপন ইচ্ছামত সম্বন্ধ নির্ণয় করিয়া লেখা পড়া করিতেছেন । তখন সেই কন্যার মনোহর বন্ধুদুর কার্য্যার্থে গমন করিয়াছেন, তাহাতে সেই কন্যা বিবেচনা করিলেন যে আমার মনোনীত বরের প্রতীক্ষা করিলে এখানে পিতার অভিপ্রায় মত, পিতা রিবাহের অপেক্ষ রাখিবেন না, এইৰূপে শোকাকুল হইয়া তিনি নিকটস্থ ইলেকট্রিক টেলিগ্রাফের কার্য্যালুয়ে গমনপূর্বক বহু ক্রোশান্তর স্থিত তদ্বিয় ভাবি নাথকে বিদ্যুতীয় শলাকার দ্বারা এইৰূপ সংবাদ করিলেন, যে হে প্রিয় ! এক জন পাদ্রি সমভিব্যাহারে তত্রস্থ তড়িৎ যন্ত্রালয়ে সমাগত হও, এখানে আমার পিতা তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া অন্য বরকে বরণ করিবার কারণ আমাকে বরবর্ণিনী করিয়াছেন। ভাবি নাথ শ্ৰুতমাত্রে এক জন পাদ্রিক্লে সমভিব্যাহার করিয়া টেলিগ্রাফ আফিসে উপস্থিত হইলেন এবং শলাকী সহকারেপরস্পরের শুভ বিবাহ পাদ্রির সমীপে সমাধা হইল। কন্যার পিতা কন্যার এরূপ বিবাহ করার কথা কিছুই জানিতে পারেন নাই E: Jh