পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রফি। ుసా শক্তির কোনক্রমে অভাব হয় তবে কোন দ্রব্যের ভার ধাকিতে পারে না, কারণ যে দ্রব্য পৃথিবীর উপর ওজনে ভারি বোধ হয় সেই দ্রব্য অতি. "উচ্চ পৰ্ব্বতের উপরিভাগে "ষ্টীল ইয়ার্ড নামক যন্ত্রের দ্বারা পরিমাণ করিলে কিঞ্চিৎ হালকা বোধ হয়। مهمی merman------ সামীপ্যাকর্ষণ । CONTIGUOUS ATTRACTION, যে সমস্ত দ্রব্য অন্মদাদির ইন্দ্রিয়গোচর হইয়। থাকে (চক্ষুকৰ্ণ নাসিকা ত্বক জিহাদ্বারা গোচরের নাম ইন্দ্রিয় গোচর) সেই সমস্ত দ্রব্য পরমাণুৰিশিষ্ট । পরমাণু এমত স্বক্ষ যে তাহ কোনক্রমে দ্বিভাগ করা যায় না, অথচ ইন্দ্রিয় গোচরও হয় না । সেই কতকগুলিন-পরমাণু একত্রিত হইলে ইন্দ্রিয়গ্রাহ্য দ্রব্য জন্মাইয়া থাকে অর্থাৎ তাহা দেখিতে পাই ও স্পর্শ করিতে পারি কিন্তু ـسظسمسمـــــــــــــســ-----....

এই যন্ত্র কি রূপ তাহা অাঁমরী পদার্থতজ্ঞ পুৰুকে প্রকাশ *ারব ।