পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*e ইলেকট্রিক টেলিগ্রাফ। অম্মদাদিকে দুই খণ্ড কাষ্ঠকে বা অন্য দুই বা ততোধিক খণ্ডকে, একরাশি বা একত্রিত কুরিতে হইলে হয় সেই সমস্ত পৃথক২ খণ্ডশিরিষেবা কীলকে অথবা দড়িতে আবদ্ধ করিতে হইবে নতুবা তাহা কোনক্রমে বদ্ধ থাকে না, যদি এস্থলেই এইৰূপ করিতে হইল, তবেই পরমাণু ভিন্নহ পদার্থ হইয়! কি ভূত্রে পরস্পর লগ্ন থাকিবে ? সুতরাং পরমাণু অবশ্য কোন বিশেষ শক্তির দ্বারা পরস্পরে লগ্ন হইয়া থাকে, বলিতে হইল। সেই আবদ্ধ থাকা শক্তিকে সামীপ্যাকর্ষণ বলী যায়। যদি বল, যে কাষ্ঠাদি পদার্থ কাষ্ঠাবস্থায় ফেৰূপ দৃষ্টি করিয়া থাকিবৃক্ষস্থাবস্থায়ও তদ্রুপই দৃষ্ট হয়, অতএব পরমাণু কোথায় এবং তাহ কি ৰূপেই বা সংলগ্ন হয় ? যদি পরমাণু দৃষ্টিগোচর নহে বলিয় বিশ্বাস না কর, তবে বায়ুর দ্বারা যে দ্রাণ পাওয়া যায় তাহাও দৃষ্ট হয় ন! অথচ তদ্বারা মিষ্ট ও তিক্ত অনুভব হইয়া থাকে, বিশেষতঃ যে অঙ্কুর বা বীজহইতে বৃক্ষ হইয়। থাকে, সেই বীজ অপেক্ষ সেই বৃক্ষ সহস্রাংশে স্থল ও বড় হয়। সেই আধিক্য হওয়ার প্রাত