পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RS ইলেকট্রিক টেলিগ্রাফ। কিমিয়াকর্ষণ । chEMICAL ATTRACTION. যেৰূপ. সমবেত বা সংলগ্নাকর্ষণ এক জাতি পরমাণুকে সমবেত কুরিয়া রাখে কিমিয়াকর্ষণের দ্বারা সেন্ধপ না হইয়া ভিন্ন জাতীয় বা ভিন্ন প্রকার পরমাণু আকৰ্ষিত হইয়৷ তদুরা এক নূতন বিকৃত বস্তু উৎপন্ন হইয়া থাকে। কিমিয়াকর্ষণে নুতন বস্তু উৎপন্ন হইলে ঐ আকর্ষণ শক্তিকে তাপ বা বিদ্যুৎ কিম্ব ঐকিমিয়:কর্ষণহইতে অধিক আকর্ষণ শক্তিবিশিষ্ট যে কোন আকর্ষণ শক্তি থাকে সেই শক্তিতে বিলোপ করিতে পারে। হরিদ্র।ওচুর্ণ মিলিত হইয়া যে বর্ণান্তর হয় তাহাষ্ণে কিমিয়াকর্ষণ বলা যায় ইত্যাদি কখন২ কিমিয়াকর্ষণের দ্বারা দুইটী কঠিন দ্রব্য মিলিত হইয়া উভয়ে দ্রবহয় কখন২ ছুই প্রকার দ্রব দ্রব্য একত্র হইয়া কঠিন দ্রব্য হইয়া থাকে। " ইহার বিস্তার কিমিয়া বিদ্যায় প্রকাশ করিব।)