পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকটিক টেলিগ্রাফ। 이 বর্ণ ও স্বাদ ও গন্ধ নাই অথচ প্রায় সৰ্ব্ব বস্তুতে লীন থাকে। অন্যান্য বস্তুতে মিলিত থাকিলে তাহার কঠিন বা দ্রব বা অণবণশ ভাবাপন্ন হয়। পৃথক থাকিলে সুদ্ধ আকাশবস্থায় থাকে। ৫৬। যেহেতু এই বায়ু নানা প্রকার বস্তুর সহিত । মিলিত হইয়া (৪০ পরিচ্ছেদের লিখিত) "মুম্ন ও ক্ষার উৎপন্ন করিয়া থাকে, একারণ ঐ বায়ুকে তীক্লীজান বা অস্ত্র উৎপাদক বলিয়া থাকে, কেননা যুনানি ভাষায় অক্লীস (Oxes) * অম্ল এবং জেলগইন (Genmain) উৎপাদক বুঝায় একারণ অক্লীজানের অর্থ অল্প উৎপাদক বায়ু । ৫৭। অল্পোৎপাদকের দহন ও জীবন পেশযক শক্তি অtছ, বিশেষতঃ এই বায়ু নিশ্বাসের দ্বারা গৃহীত হইয়া .ম ভুয্যের দেহতে যে শোণিত অাছে তাহাকে রাঙ্গাবর্ণ করে এবঞ্চ বাতি, গন্ধক, লৌহের তার, এবং অপরাপর দহনীয় কস্ত অক্লীজণনের মধ্যে রাখা হইলে স্বতেজে দগ্ধ হইয়া থাকে { a. ৫৮। নানা উপায়ে এই বায়ু প্রস্তুত করা যাইতে পারে তন্মধ্যে সামান্য উপায় এই, যথা—ছিদ্রযুক্ত লৌহের ফঁপে। চুঙ্গির মধ্যে গুড়া সোরা দিয়া ঐ চুঙ্গির মুখবদ্ধ করত সেই স্থানে একটা সরু নল প্রবিষ্ট করিয়া ঐ লৌহ চুঙ্গিকে উত্তপ্ত করা হইলে ঐ নলদিয়া অস্লোভুপাদক বায়ু নিঃসৃত হইবেক । * [যেরূপে ঐ বায়ু উৎপন্ন হয় তাহ লিখিলাম কিন্তু বিশেষ শ্রম ও সাবধানপুৰ্ব্বক পাঠ না করিলে স্পষ্ট বোধ হওয়া কঠিন হইবে ] -- ছ ৩