পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ડેર কবে বা ७शन शुर गप्नब मडन। কেমনে মনের বেগ, করিব বারণ ? श्ठ नि यहे भन, नो इ३:द द% । তত দিন পাইব না তত্ত্ব-সুধারদ ॥ মন যদি বশে আসে, তবে কারে ভয় ? একেবারে করি আমি সমুদয় জয় ॥ তখন এরূপ ভেদ, তার নাছি রবে । দয়াময় নিজে তুমি, মনোময় হবে । কর কর কর প্রভু কল্যাণ আমার ! হর হর হর সব, মনের বিকার ॥ মনের ঘুচিলে রোগ, ভোগ হবে শেষ। রহিবে না কাম, ক্রোধ মোহ মদ, দ্বেষ । দূর হবে অহঙ্কার, আত্ম-অভিমান। বিবেক বৈরাগ্য দোহে, মনে পাবে স্থান ! ভ্ৰমতম নাশ কর, তপন হইয়া । রেখ না আপন ভাব, গোপন করিয়া ৷ মনের মানুষ । মনের মানুষ কোথা পাই ? মানুষ যদ্যপি হবে ভাই ! যাহ। বলি কর তবে যাই, দ্বিপদ হয়েছে যার, বিপদের হেতু তারা, জগতে মানুষ কেহ নাই । মনের মানুষ কোথা পাই ? মানুষ মানুষ করে সব, মানুষ মানুষ শুধু রব, . . ফলে আমি দেথি সব, মানুষ মানুষ করে সব । নর সব দেখি একাকার, কিন্তু নাহি মনে একাকার ॥ এককারে সবার বিকার। vঈশ্বরচন্দ্র গুঞ্জের গ্রন্থাবলী।” একাকার মিছে ধরে, একাক্কার নাহি করে, মনে নাহি ভাবে একাকার । নয় সব দেখি একাকার। ছাড় ছাড় ছাড় মিছা ভেক। করিয়া জ্ঞানের অভিষেক, অন্তর বহির কর এক, হৃদয়ে পরম ধন, হও না কমলবন্ধে ভেক। ছাড় ছাড় ছাড় মিছে ভেক্‌ ৷ তুমি ত চকোর বট মন, হয়েছে চাদের দরশন, সুখে কর পীযুষ ভোজন । এখনি যুচাও ক্ষুধা, প্রভাতে চাদের সুধা, চকোর কি পেয়েছে কখন ? তুমি ত চকোর বট মন । কর মন দরশন, বল দেখি কেন এলে তবে ? এ ভাবেতে কত দিন রবে ? কি ছিলে কি শেষে তুমি হবে ? আসিয়া জনমভূমি, তোমায় চেন না তুমি, আমায় চিনিবে তবে করে ? বল দেখি কেন এলে ভবে ? o কালে আর রহিবে না কেহ, পেয়েছ যে মমোহর দেহ, দেহ নয় ভূতের সে গেহ। বিফল প্রাণের আশা, ভাঙ্গিবে ভূতের বাসা, মিছামিছি কেন কর স্নেহ । কালে আর রহিবে না কেহ । এখানে দিতেছ কেন ফাকি ? করি বা কি আৰু নাহি বাকি ? প্রাণেরে কেমনে আর রাখি ? হয়েছি মরণগামী, কোথা তুমি কোথা আমি, যখন মুদিব আমি আঁখি। এখনো দিতেছ কেন ফাকি ?