পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ কবিতাসংগ্ৰহ । নানক বাবার ঘরে, এই অভিলাষ করে, সন্ধি হৌক ইংরাজের সহ ॥ নিজে তেজ অতি হেজ, কিসে তার এত তেজ, গন্ধহীন গোলাব সে কাট । কোন তুচ্ছ রণজোর, নহে তার রণ জোর, মিছামিছি করে মালসাট । কোরে লাল চক্ষু লাল, ঠ,কে তাল ধরে ঢাল, সেনাজাল এনেছিল রণে । ইস্মিথের দেখে যুদ্ধ, নিজ পক্ষ করি রুদ্ধ, পলাইল ভয় পেয়ে মনে । লাহোরের দরবার, আশু হবে অধিকার, দেখি ভার অনুষ্ঠান নানা । এবিল ইংলিস যত, ডেবিল করিয়া হত, টেবিল পাতিয়৷ থাবে খান । চারিদিকে সেনাগণ, মধ্যভাগে চ্যাপিলন, সরমন পড়িবেন জোরে । যন্তেক গোরার ক্লাস, ধরিয়া সেরির গ্লাস, কহিবেক হিপ হপ হোরে ।