পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । Հ8G։ ধোরে খাক পাথাভাঙ্গা, মাচরাঙ্গ খগে । বাধুক আবার অজা, দোক্ত চুণ রগে ॥ রাঙ্গামুখী দল যদি, বল করে ভালো । অকে৷ বাকী কালামুখ, আরো হবে কালো ॥ _ সন্ধিজলে রণনল, করিয়া নিৰ্ব্বাণ । আবার ক্ষেপিল কেন, আবার প্রধান ? হীনবলে এত কেন, প্রকাশিছে রোষ । বুঝিলাম ধরিয়াছে, কপালের দোষ ॥ নিয়তে টানিলে পরে, নাহি যায় রাখt । মরণের হেতু উঠে, পিপীড়ার পাখী ॥ দ্বিজরাজে দৰ্প করে, হইয়া সালীক । অবোধ বগের প্রভু, মগের মালিক ॥ সকল শরীর চিত্র, বিচিত্র ব্যাভার। সাক্ষাৎ দ্বিপদ পশু, মানব আকার ॥ সেনা আর সেনাপতি, সম সমুদায় । কেবা রাজা, কেবা প্রজা, বুঝ। অতি দায় ॥ ঐরামকাটারি হস্তে, সমরে নামিয়া । মাঝে মাঝে ছাড়ে ডাক, খামিয়া খামিয়া ॥ ইরেস্ত বুকুলি ভুলু, কামিয়া কামিয়। নাচে আর গান গায়, থামিয়া থামিয়া ॥