পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম নৈরাশ্য । যার তরে আকুঞ্চন, रुद्रेिग्नां कांऊन्न भन; এ অবধি না হইল স্থির । তাহারে এখনো আর, আশা আছে পাইবার, আরে মুগ্ধ মানস অধীর । পূৰ্ব্বে যদি দৈবাধীন, দেখা হতে কোন দিন, উভয়ের হাসিত নয়ন । এখন হইলে দেখা, নাহি পূৰ্ব্ব-প্রেমরেখা, হেঁট করে বিনোদ বদন ॥ হেরে সে বিমল মুখ, নয়নে উপজে সুখ, যথা নিশা চাদের উদয়ে। সে সুখদ শশধর, সশঙ্কিত নিরন্তর, গুরুপরিবাদ রাহুভয়ে ॥ হবেনা হবার নয়, মনেতে নিশ্চয় হয়, তবে কেন মিছে আশা ভ্ৰমে । অধীর মানস মম, হয়েছে বধির সম, প্রবোধ মানেন কোন ক্রমে ॥