পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ পঞ্চমেতে হাতে খড়ি, थांझेग्न ९४#* झज़ि, পাঠশালে পড়িয়াছ কত। যৌবনের আগমনে, জ্ঞানের প্রতিভা মনে, বস্তু বোধ হইল তোমার। পুস্তক করিয়া পাঠ, দেখিয়া ভবের নাট, হিতাহিত করিছ বিচার। যে ভাষায় হোয়ে প্রীত, • পরমেশ-গুণ-গীত, বৃদ্ধকালে গান কর মুখে । মাতৃ সম মাতৃভাষা, পূৰ্বালে তোমার আশা, তুমি তার সেবা কর মুখে । স্বদেশ । জাননা কি জীব তুমি, জননী জনমভূমি, যে তোমায় হৃদয়ে রেখেছে। থাকিয়া মায়ের কোলে, সন্তানে জননী ভোলে, কে কোথায় এমন দেখেছে ? ভূমিতে,কবিয়া বাস, ঘুমেতে পূরাও আশ, জাগিলে না দিবা বিভাবরী। কত কাল হরিয়াছ, এই ধরা ধরিয়াছ, জননী-জঠর পরিহরি ।