পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা আমি গভর্ণমেণ্টের উদ্ভিদতত্ত্ব সম্বন্ধীয় পরিদর্শন বিভাগের একজন কৰ্ম্মচারি। আমার কৰ্ত্তব্য—ভারতবর্ষের কোন এক নির্দিষ্ট স্থানের তরুলতাদির বিষয় অধ্যয়ন করা—অর্থাৎ ঐ স্থানে স্বভাবতঃ কোন কোন গাছপালা প্রভূতি হই; আছে তাহাই দেপা । এই কাযের জন্ত ১৯১১ সালের মে মাসে আমি গভর্ণমেণ্ট হইতে আসাম যাইবার আদেশ পাই এবং তদনুসারে আসাম গমন করি । আসাম হইতে ফিরিয়া আসার পর উদ্ভিদূতত্ত্ব সম্বন্ধীয় একখানি পুস্তক লিপিবার ইচ্ছা হয়। বাঙ্গলা ভাষায় জনসাধারণের পাঠোপযোগ উদ্ভিদতত্ত্বের কোন পুস্তক এ পর্যন্ত দেখি নাই এই অভাব পূরণ করিলার জন্ত এই পুস্তক লিখিতে আরম্ভ করি । পুস্তক লেখা আমার এই প্রথম উদ্যম - কতদূব কুতকার্য্য হইয়াছি তাহা বলিতে পারি না । এই পুস্তকে আলোচা বিযয় লিখিবার আগে একটি দৃষ্টান্ত সম্পূর্ণরূপে বর্ণীত হইয়াছে। ইহার উদ্দেশ্য এই যে পরবর্তী আলোচ্যবিষয়গুলির তাৎপৰ্য্য সহজে বোধগম্য হুইবে । ঐ আলোচ্যবিষয়গুলি পাঠকের চিত্তাকর্ষক ও কৌতুহলোদ্দীপক হইবে লেখকের এরূপ আশাও আছে। গ্রন্থপ্রণয়ণে যথোপযুক্ত শব্দের অভাল পূরণ করিতে হইয়াছে এবং সেজন্য ক তক গুলি শব্দ রচনা করিতে বাধা হইয়াছি । এই প্রকার বৈজ্ঞানিক শব্দ রচনা ব্যাকরণ শুদ্ধ করা আমার পক্ষে সৰ্ব্বস্থলে সম্ভব হয় নাই । কোন স্থলে ইংরাজি শব্দার্থের অনুবাদ করিয়া একটি শব্দ রচনা করিয়াছি এবং কোন স্থলে প্রচলিত কোন শব্দ ভাবার্থে উদ্ভিদ বিষয় সম্বন্ধে প্রয়োগ করিয়াছি। এইরূপে প্রকৃত নুতন কথার সংখ্যা অতি অল্পই হইয়াছে। প্রথম পরিচ্ছেদে পূৰ্ব্বকথিত একটি দৃষ্টান্ত সম্পূর্ণরূপে বর্ণীত হইয়াছে ; দ্বিতীয় পরিচ্ছেদে আকৃতিবিজ্ঞান সম্বন্ধে কিছু বলা হইয়াছে ; তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদে যথাক্রমে শিকড় ও উদ্ভিদকঙ্কাল সম্বন্ধে কিছু কিছু বলিয়া পুস্তকের প্রথম ভাগ সমাপ্ত করা হইয়াছে ।