পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদ্ভিদ তত্ত্ব। প্রথম ভাগ । সকলেই গাছ দেখিয়াছেন এবং ইহা ও জানেন যে সকল গাছ এক রকমের নতে ; কিন্তু কোন দুইটি ভিন্নপ্রকার গাছের মধ্যে কি প্রভেদ তাহা অল্প লোকেষ্ট ভাবিয়া থাকেন । প্রভেদ দেথাইবার ভাগে আমি কোন একটি গাছের সবিস্তার বর্ণনা করিব । গাছেদের প্রাণ আছে এবং তাহণদের জন্ম ও মৃত্যু আছে। তাহারা সন্তান্ত প্রাণীদের দ্যায় জন্মগ্রহণ করে, কিন্তু ভিন্নপ্রকারে । পাঠক ভালিতেছেন গাছের আবার জন্ম কি ? -গাছ ত মাটির ভিতর হইতে বাহির ভয় । ভাল, কি হইতে গাছ হয় ?—সকলেই জানেন - বীজ হইতে—বীক্ত কি ? -বিচি—ভাল, না হয় এই নামই দিলাম—কিন্তু বিচিই বা কি ?—ফলের ভিতর বিচি থাকে—আচ্ছা— ফল কি ?—এইবারেই মুঙ্গিল—এইবার আমার সাহায্য দরকার -- আম্বন আমরা বেগুন গাছ দেখি—বেগুন গাছ প্রায় সকলেই দেখিয়াছেন ( ১ সং ছবি ) । গাছগুলি প্রায় দুষ্ট ফুট উচু হয় । গাছের গায়ে ও পাতায় এবং ফলের বোটায় কাটা থাকে। গাছের যে অংশ মাটি ভেদ করিয়া উঠিতেছে তাহাকে কাণ্ড • বলে। এই কাণ্ড হইতে ইহারই অনুরূপ শাখা - প্রশাখা বাহির হইয়াছে এবং প্রত্যেক শাখা কিম্বা প্রশাখা কাণ্ডের যে স্থান হইতে বাহির হইয়াছে ঠিক সেই স্থানে এবং শাখা লা প্রশাখার নিচে একটি করিয়া পাতা আছে । কাগুটি কণষ্ঠময় ও নহে— > syfs-Stem. s I •ifæti oe{*tt*ti–Branch. ɔ 1 Ftë Ra =ICE–Not woody, herbaceous.