পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○や উদ্ভিদ তত্ত্ব । ( ৪৬ পৃষ্ঠা ) যে আতা জাতীয় ফুলের বীজকোষ অসংযুক্তবীজপত্র-সন্তুত এবং এক একটি বীজপত্রই এরূপ স্থলে এক একটি বীজকোষ। সুতরাং এরূপ বাজকোষ হইতে একটি মাত্র ফল উৎপন্ন হইতে পারে না—যতগুলি বীজপত্র থাকে ততগুলি ফল হয় (কারণ এরূপ স্থলে প্রত্যেক বীজপত্রের শৃঙ্গদ্বারে পরাগপাতন সংঘটিত হয় ও প্রত্যেকটির অভ্যস্তরস্থিত ডিম্বকোষ উৰ্ব্বরীকৃত হয় এবং তাহার পর হইতে ঐ বীজপত্রগুলি বৰ্দ্ধিত হইয়া এক একটি ফলে পরিণত হয় । ) এই স্বতন্ত্র ফলগুলিকে পক্কবীজপত্র’ বলা যাইতে পারে। ৮৭ সংছবিতে অঙ্কিত বীজকোষ পাকিয়৷ ৯১ সংছবিতে অঙ্কিত ফলে পরিণত হয়। ৮৭ সংছবিতে অঙ্কিত বীজকোষ বৰ্দ্ধিত হইবার সময় স্বতন্ত্র বীজপত্রগুলি পরস্পর জুড়িয়া যায় এবং সেই জন্য মনে হয় যেন একটিমাত্র ফল উৎপন্ন হষ্টয়াছে (আতা ৯১ সংছবি ) কিন্তু প্রকৃতপক্ষে তাহা নহে –বহুসংখ্যক ফল একত্রে সংযুক্ত হইয়া এই প্রকারের ফল হয়। কোন কোন স্থলে স্বতন্ত্র বীজপত্রগুলি পরস্পর জুড়িয়া না যাইয়া আরও পৃথক হইয়া যায়—ইঙ্গ দেবদার প্রভৃতির ফলে দেখিতে পাওয়া যায় ( ১২ সংছবি ) । পূৰ্ব্বোক্তপ্রকারের ফলকে পক্কবীজপত্র বা ফলসমষ্টি বলে এবং ইঙ্গ একটিমাত্র ফুল হইতে উৎপন্ন হয় । আর এক প্রকারের ফল আছে—যথা কাঠাল — ইহাও বহুফলের সমষ্টি কিন্তু ইহা পূৰ্ব্ববণীত ফলসমষ্টির হ্যায় একটিমাত্র ফুলের বীজকোষ হইতে উৎপন্ন নহে । ইহা অসংখ্য ফুলের অসংখ্য বীজকোষ হইতে উৎপন্ন, অধিকন্তু বাজকোষের সহিত ঐ অসংখ্য ফুলের অন্তান্ত অংশও অমিতভাবে বদ্ধিত হইয়৷ একত্রে জুড়িয়া যায়। এমন কি পুষ্পদেশীয় কাও, যাহার উপর ঐ অসংখ্য ফুল সজ্জিত থাকে, তাহাও অমিতভাবে বদ্ধিত হইয়া ফলের অঙ্গস্বরূপ হয়। কাঠালের পুষ্প-সন্নিবেশ শাষ-পুপ-সন্নিবেশের রূপান্তর বিশেষ। পুষ্পদেশীয় কাণ্ড পুরু ও খৰ্ব্বাকার হয় এবং তাহার উপর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফুল অত্যন্ত ঘনসন্নিবিষ্টও থাকে ( ৯৩ সং ছবি ) । > I ofą stąoff–Ripe carpel. • otwo ot's—Axis of inflorescence. o Watfäfts—Closely packed.