পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপদেশ । উদ্বোধন । ৫ সায়ংকাল, শুক্রবার, ১১ই মাঘ, ১৭৮৯ শক ; ২৪শে জানুয়ারী, ১৮৬৮ খৃষ্টাব্দ । পৃথিবী স্বল্প হইবার পূৰ্ব্বে অনন্ত আকাশের শূন্ততার মধ্যে যে প্রাণস্বরূপ বিরাজ করিতেন, নব পৃথিবী স্থষ্ট হইলে তাহার মধ্যে জ্বলন্তভাবে র্যাহার আত্মা বিরাজ করিত, অদ্যাপি সকল পরমাণুর মধ্যে যে দেবতা সৰ্ব্বকাল বিদ্যমান, এই উপাসনা মন্দিরে এখন তিনি প্রকাশিত রহিয়াছেন। এই পৃথিবীর অন্যান্য স্থানে এই সময়ে কত ব্যক্তি হয়ত র্তাহার নাম উচ্চৈঃস্বরে গান করিতেছে ; , কিন্তু আমাদের পক্ষে তিনি যেমন বিশেষভাবে বিদ্যমান, এমন আর অন্ত কাহার প্রতি নহে। যদ্বারা ভারতের সকল নীচতা চলিয়া যাইবে, অদ্য সেই মঙ্গল সমুদ্র খনন হইয়াছিল। • অদ্য আমাদের ব্রাহ্মসমাজের জন্মদিন। আমরা দীনহীন, কোথায় আমরা তাহার গুণানুকীৰ্ত্তন করিব, না আপনার শুষ্কতা দেখিয়া নিরন্তর । হাহাকার করি ; কিন্তু আমাদের ন্যায় দীনহীন ব্যক্তিরাও আজ আনন্দ প্রকাশ করিবে—ঈশ্বরের বিশেষ আবির্ভাব অনুভব করিবে । এখন অনেক পণ্ডিত ভারতের অবস্থা দেখিয়া নিরাশ হইয়াছেন ; কিন্তু কতক

  • গোপাল মল্লিকের বাড়ী—সিন্দুরিয়াপটী, চিৎপুর।