পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুগধৰ্ম্ম-ভাগবত । 업 (; হইবে ? সকলই অগ্নির মত আজও জলিতেছে, কালের বৃষ্টিতে তাহা কি নিৰ্ব্বাণ হইতে পারে ? সেই মহেশ্বর যিনি বাম হস্তে ভূতকালের জটা ধরিয়া আছেন, ও দক্ষিণ হস্তে ভবিষ্যতের কেশাকর্ষণ করিতেছেন, তিনিই একমাত্র সহায় ও রক্ষক। যতকুল বিনষ্ট হইবার কথা আমরা শুনিয়াছি ; পরস্পর পরস্পরকে নিহত করিয়া যদুকুল ধবংস হইয়াছিল। কিন্তু আমাদের যে এই কুল, ইহা মানবের সঙ্গে সংস্থষ্ট নয় ; অনন্ত ঈশ্বর ইহার আদি অন্তে রহিয়াছেন। এই ছাপ্পান্ন বৎসর যে যুগধৰ্ম্ম ভাগবত লিখিত হইতেছে, শত সহস্র কোট বৎসর তাহ আরও লিখিত হইতে থাকিবে। নিহত হব, এ ভয় রাখি না ; তবে ভয় হয়, তিক্ত পরীক্ষাতে বুঝিবা ভ্রাতৃবিচ্ছেদ ঘটে। আজ সেইজন্য আপনাদের অসদ্ভাব দমন করি। অনন্তের কৃপাজল মণ্ডলীর মস্তকে বর্ষিত হউক ; সকল কুভাব নিবিয়া যাক ; আদ্যকার সম্মিলন ভবিষ্যতের নিগৃঢ়তর স্থায়িতর সম্মিলনে পরিণত হউক ।