পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্র । ( ভাদোৎসব ) প্রাতঃকাল, রবিবার, ৮ই ভাদ্র ১৮১৮ শক ; ২৩শে আগষ্ট, ১৮৯৬ খৃষ্টাব্দ । শান্তিদাতা পরমাত্মা এই মণ্ডলীর আত্মাতে অবতীর্ণ হউন। মঙ্গলময়ের অশেষ আশীৰ্ব্বাদে এই উপাসকমণ্ডলীর আত্মা পরিশুদ্ধ হউক । এই ভগ্ন মণ্ডলীতে কৃপাময়ের শুভ অভিপ্রায় অবতরণ করিয়া, এই খণ্ড বিখণ্ড হৃদয়গুলিকে অখণ্ড একাত্মাতে পরিণত করুক। সকলের প্রাণের আগ্রহ খুলিয়া যাউক । সকল হৃদয়ের ব্যাকুলত৷ ব্ৰহ্মকৃপার হিল্লোলে ভাসিতে ভাসিতে স্বৰ্গরাজ্যে চলিয়া যাউক । - আমার এই ক্ষীণকণ্ঠ উপস্থিত উপাসকদিগের হৃদয়যন্ত্রে সুমধুর সঙ্গীত উৎপাদন করিতে পারিবে কি না জানি না। তবে ঈশ্বরের নিকট এই প্রার্থনা করি, এখন এই মুখ হইতে যাহা বাহির হইবে, তাহা তাহার গভীর আত্মতত্ত্ব প্রকাশ করুক, এখন এই হৃদয় হইতে যে ভাব প্রকাশিত হইবে, তাহা তাহারি উজ্জল আলোক-সমন্বিত হউক । বন্ধুগণ, আমি আপনাদের অনেক সময় লইব না। সংক্ষেপে জুই চারিটী কথা বলিব । * লোকের সম্মুখে যে ধৰ্ম্মকথা বলা যায়, তাহাতেই কি মনের সমস্ত ভাব নিঃশেষিত হইয়া যায় ? না, লোকাতীত এমন অনেক কথা থাকে, যাহা অন্তরাত্মার নিকট নির্জনে প্রকাশ না করিয়া থাকা যায় না? অন্তরাত্মার নিকট যে সকল কথা বলা হয়, তাহাও কি তাহারই নিকট ফুরায় ? না,