পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{url t = t *-* কতার দুর্গে তোমাদের পাসস্থান হইত, তবে এই জীবন্ত, জাগ্ৰত প্রেমময় পরমেশ্বরের উপাসনারস কোথায় পাইতে ? আজ বিপদে দুঃখে হরিকে ডাকিতেছ, সম্পদে সম্পদদাতার চরণে মস্তক রাখিয়া কৃতজ্ঞতার অঞ্জলি দিতেছ। যদি ব্রহ্মকৃপা তোমাদিগকে এই ব্রাহ্মসমাজে টানিয়া না আনিত, তবে তোমরা এই সৌভাগ্য কোথায় পাইতে ? কেবল ইহাই নহে। আরও দেখ, এইক্ষণে তোমরা এক নূতন সমাজের সভ্য হইয়াছ । এই ব্রাহ্মসমাজ মধ্যে কত জ্ঞানশিক্ষা করিয়া সভ্যতা লাভ করিলে। তোমাদের মধ্যে যাহারা কুমারী ছিলে তাহারা ধৰ্ম্মপরায়ণ, উপাসনাপ্রিয় পতি লাভ করিয়াছ, তোমরা জ্যেষ্ঠ কনিষ্ঠ সকলে মিলিয়া এক নূতন সমাজ গঠন করিয়াছ, ইংরেজ বাঙ্গালী সকলে তোমাদিগকে দেখিয়া বলে, এদেশের আর অকল্যাণ হইবে না । ধৰ্ম্মে ও পুণ্যে ভূষিত নারীগণ, এই নববিধান তোমাদের কপালে সিন্দুর ও চন্দনে কত সৌভাগ্য লিখিয়া দিলেন, একবার বিশেষ করিয়া ভাবিয়া দেখ । নববিধানের আলোক তোমাদের মস্তকে পড়িয়া তোমাদের সম্মান ও ত্রী বৃদ্ধি করিয়াছে। মা জগজ্জননীর ছায়ারূপে তোমরা গৃহে গৃহে বাস করিয়া গৃহকে ধৰ্ম্ম ও পুণ্যের আবাসভূমি করিতে আদিষ্ট হইয়াছ। যদি এত লাভ করিলে, এত সৌভাগ্যবতী হইলে, তবে একটা কথা জিজ্ঞাসা করি, উত্তর দাও । যে সমাজ হইতে তোমরা এত পাইলে, তাহার জন্য তোমরা কি করিলে ? যাহার প্রসাদে সমস্ত কুসংস্কার পাপ হইতে মুক্ত হইলে, তাহাকে তোমরা দিলে কি ? যাহা হইতে অনেক পাওয়া যায়, তাহাকে অন্ততঃ কিছু দিতে হয় । ঋণ শোধ দেওয়ার বিধি সৰ্ব্বত্র আছে। ঋণের উপর ঋণ বাড়ান কখনও উচিত নহে। অতএব তোমরা কি দিবে, কি দিয়া এই গুরুতর ঋণভার লঘু করিবে? এই - ~ു