পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ २ উপদেশ । পারিলে ৷ এখন পরব্রহ্মের কৃপা ও আশীৰ্ব্বাদ মস্তকে ধারণ করিয়া নিজ নিজ জীবন এই ভাবে প্রস্তুত কর। নিরাশ হইও না, শত আশাতে প্রাণকে জাগ্রত কর । ঈশ্বর আমাদিগকে পরিত্যাগ করেন নাই । তাহার কৃপাহস্ত আমাদের জন্ত সঙ্কুচিত হয় নাই। তাহার উদ্যানে এখনও বসন্ত বিরাজিত । আমরা প্রত্যেকে ঈশ্বরের সঙ্গে এবং নিজ নিজ বিবেকের সঙ্গে পুনর্মিলিত হইয়া ঈশ্বরের পবিত্র মণ্ডলীরূপে পরিণত ङ् । হে অপার আনন্দনিলয়, নিঃশব্দে তুমি বনে বীজ বপন কর, নিঃশব্দে তাহা হইতে বৃক্ষ উৎপাদন কর। একটা বৃক্ষের দ্বারা শত শত বৃক্ষের স্বজন করিয়া ঘনসন্নিবিষ্ট শাখাপত্রে মরুভূমিকে ছায়া ও শোভার আকর কর । তেমনি নিঃশব্দে এই ধৰ্ম্মবীজ বপন করিয়া এমন মণ্ডলী স্বজন কর, যাহার আকর্ষণে কুলবধূ আর ঘরে থাকিতে পারে না। বিদ্বান, অজ্ঞান, আবালবৃদ্ধবনিতা সকলে এই বিধানে আসিয়া পড়ে। আমরা তেমন করিয়া ইহাতে যোগ দিয়াছি। ধনের লোভে আসি নাই, মানের লোভে আসি নাই, বিদ্বান জ্ঞানী হইব বলিয়াও আসি নাই। তুমি ডাকিলে, আর থাকিতে পারিলাম না, তাই আসিলাম । আর একজনকে সঙ্গে করিয়া ডাকিয়াছিলে, র্যাহার বিশ্বাস, ভক্তি, প্রেম, পরিপূর্ণ জীবন আমাদের সকলের আকর্ষণের হেতু করিয়া আমাদিগকে ডাকিয়াছিলে, তিনি আজ এখানে সশরীরে বিদ্যমান নাই। র্তাহার কাছে বসিয়া আমরা কত শিক্ষা করিয়াছি। সেই পবিত্র ফুলের গন্ধে এই সমস্ত মধুলোলুপ মক্ষিক সমবেত হইয়া এই মণ্ডলীরূপ মধুচক্ৰ নিৰ্ম্মাণ করিয়াছে। হে পিতা, যদি এই মধুচক্রের মধুরূপ প্রেমভক্তি তোমার হয়, তবে এই আশীৰ্ব্বাদ কর, এই মণ্ডলী এই কৰ্ম্ম