পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«ә উপদেশ । কাৰ্য্যক্ষেত্র ; যদি তোমরা এই প্রেমপূর্ণ সমাজ গঠন না কর, তবে তোমাদের কমিটি হইবে, সভা হইবে, ধৰ্ম্মমণ্ডলী কখনও হইবে না। পরিবার না হইলে ধৰ্ম্মের ফল কোথায় বসিয়া ভোগ করিবে ? ঈশা বলিয়াছিলেন, কে আমার পিতা, কে আমার মাতা, কে আমার ভ্রাতা, জানি না ; যাহারা আমার পিতার ইচ্ছা প্রতিপালন করে, তাহারাই আমার পিতা, মাতা, ভাই, ভগিনী। পরিবারের পূর্ণ আদর্শ এইট। পিতার ইচ্ছ পালনে একপ্রাণ, একহৃদয় না হইয়া যে পরিবার গঠন করা হয়, উহ কেবল নরকের দৃশু মাত্র। আমরাও পরিবার করিয়াছিলাম ; কিন্তু ধৰ্ম্মের অভাবে, পিতার ইচ্ছা পালনে ঐকমত্যের অভাবে, প্রেমের অভাবে, স্বাৰ্থত্যাগের অভাবে সমস্ত ভাঙ্গিয়া গেল। তোমরা আবার মিলিত হইয়াছ, তাই আবার সেই সকল কথা বলিতে ইচ্ছা হইতেছে ধৰ্ম্মপ্রাণ হইয়া, ধৰ্ম্মে একব্রতী হইয়া, পিতার ইচ্ছানুগত হইয়া, প্রেমবান ও স্বার্থ ত্যাগী হইয়া এই ধৰ্ম্মপরিবার রচনা কর এবং ধৰ্ম্মমণ্ডলীর প্রধানতম । উদ্দেশ্য সুসিদ্ধ কর । সকলে মিলিয়া একক্ষেত্রে কার্য্য কর, কাহার কি কাজ বুঝিয়া লও। হে ঈশ্বরের পুত্ৰগণ, এস আমরা ঈশ্বরের পরিবারে পরিণত হই । পরস্পরের মধ্যে আত্মীয়ত, একাত্মতা স্থাপন কর, ধৰ্ম্মের সাধন, পরিবারের শিক্ষা, এবং যাবতীয় জীবনের কার্য্যে পরমেশ্বরের কৃপাজালে আবৃত হইয়া সকলে একস্থানে দণ্ডায়মান হই এবং অনন্ত মহা পরমেশ্বরের মহাশান্তিপূর্ণ পাত্ররূপে পরিণত হই। - ধৰ্ম্মমণ্ডলী কাহাকে বলে, ইহার শক্তি ও সম্বন্ধ এবং ইহাতে যাহ। যাহা থাকা প্রয়োজন বলা হইল। মণ্ডলীর জীবন উন্নত ও মণ্ডলীকে শক্তিসম্পন্ন করা যে নিতান্ত প্রয়োজন ইহা বুঝিতে পারিলে। গতবারে নিজ নিজ জীবনের উন্নতির বিষয় বলিয়াছি, এই সমস্ত বিশেষরূপে চিন্ত৷