পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মমণ্ডলী। ○○ কর, এবং যাহাতে উদ্দেশ্য সিদ্ধ হয় তাহ কর । শেষ কথা এই যে, আমরা যে উদ্দেশু লইয়া জীবনের ব্রতসাধনে প্রবৃত্ত হইয়াছিলাম, তাহার ফল অতি সামান্ত দেখিতেছি । কেন না একটী ধৰ্ম্মমণ্ডলী প্ৰস্তত করাই আমাদের একটি প্রধান উদ্দেশ্য ছিল, তাহার কিছুই হয় নাই। এক্ষণে যাহাতে তাহ হয়, তজ্জন্ত সকলের যত্নবান হওয়া উচিত। দয়াময় পরমেশ্বর এইজন্ত আমাদিগকে উপযুক্ত ও শক্তিমান করুন। - হে পরমাত্মন, সৰ্ব্বশক্তিমান, সত্যই কি তুমি সকল আত্মার প্রভু হইয়া ধৰ্ম্মদও হস্তে করিয়া দণ্ডায়মান হইয়াছ ? সত্যই কি দুৰ্ব্বল সন্তানের পশ্চাতে মাতা যেমন দণ্ডায়মান থাকেন, তুমি সেইরূপ আমাদের পশ্চাতে দাড়াইয়াছ ? এই বালক, যুবক, বৃদ্ধ সকলে মিলিয়া পরস্পরের স্বার্থে পরম্পরে, পরস্পরের ধৰ্ম্ম ও পুণ্যে পরস্পরে সমভাগী হইয়া যদি তোমার পরিবারে পরিণত হইতে আদেশ করিয়া থাক, তবে তোমার ইচ্ছা পূর্ণ কর । হে পরম পিতা, যদি এই একশত লোক কটিবদ্ধ হইয়া প্রত্যেকে তোমার ইচ্ছা পালন করিবে ও পরস্পরের সহায় হইবে প্রতিজ্ঞ ক’রে এবং এই মণ্ডলীর মধ্যে যাহার যে কাৰ্য্য বুঝিয়া নেয়, তবে কি না হয় ? তিন দিনে তুমি সলিমানের মন্দির চুর্ণ করিয়া তোমার মন্দির স্থাপন করিলে, আর এই সকল লোক তোমার রূপার ভিখারী হইলে, কি অসম্ভব থাকে ? অতএব হে পিতঃ আমাদিগকে তোমার ইচ্ছাধীন করিয়া তোমার কার্য্যে সকলকে ব্যবহার কর এবং আমরা এই জীবনের আরব্ধ ব্ৰত সাধনে সিদ্ধকাম হইব এজন্য তুমি আমাদের সাহায্য কর। তোমার শ্ৰীপাদপদ্মে এই ভিক্ষা করিয়া আশা ভক্তিভরে তোমাকে নমস্কার করি । -