পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রাহ্মধৰ্ম্ম সত্যধৰ্ম্ম । S (t ४ञ्ज् সমক্ষে বলিতে ভয় করে। রাজাধিরাজ যদি মিথ্যা বলেন, লোকে তাহাকেও মিথ্যাবাদী বলে। দীনহীন ব্যক্তি যদি সত্য বলে, তাহার সমক্ষে রাজাও কম্পিতকলেবর হইয়া যায়। পৃথিবীতে যত সত্য প্রচার হইয়াছে কাহার দ্বারা ? পরাক্রমশালী রাজা ও ধনিগণের দ্বারা নহে, দীন দরিদ্রদিগের দ্বারা । সেই দরিদ্র “সত্যমেব জয়তে” বলিয়া পথে পথে ভ্রমণ করিল, তাহার শোণিতধারে পৃথিবী অভিষিক্ত হইল। সেই সত্যের পরাক্রমে পৃথিবী পরাজিত হইল। সেই ছিন্নবস্ত্র দরিদ্রকে দেখিয়া রাজা পণ্ডিত সমুদয় দূরে পলায়ন করিল। এই সত্যের ভাণ্ডার ব্রাহ্মধৰ্ম্ম। এ সত্য এক জাতি, একজন লোকের জন্য নহে। আমরা যাহাকে সত্য ধৰ্ম্ম বলি, তাহ পূর্ণ সত্যের প্রতিকৃতি। এক্ষণে আমাদের হয়ত কত ভ্রম থাকিতে পারে। পূৰ্ব্বে আমরা কত অধৰ্ম্মকে ধৰ্ম্ম নাম প্রদান করিতাম। তবে আমাদিগের একমাত্র সম্বল ছিল, কি ন সত্যপরায়ণতা। দুৰ্ব্বল মনুষ্য যাহাকে ধৰ্ম্ম বলে, তাহাতে আপনা অপনি দুর্বলতা আনে । কেবল সত্যস্বরূপের শরণাপন্ন হইয়া এই ব্রাহ্মধৰ্ম্ম ব্রাহ্মসমাজ অদ্যাবধি বঙ্গদেশে উন্নতি লাভ করিতেছে। ক্রমাগত চেষ্টা করিয়া ভ্রমকে অল্পে অল্পে পরিত্যাগ করিতেছি, এবং পূৰ্ণব্রহ্ম পরমেশ্বরের দিকে অগ্রসর হইতেছি। o এই ব্রাহ্মধৰ্ম্মকে পরমেশ্বর সমুদয় জগতের সত্য করিলেন। কাহাদ্বারা ব্রাহ্মধৰ্ম্ম জগতে আনীত হইল ? কাহার দ্বারা এই ব্রাহ্মধৰ্ম্ম এখানে প্রচারিত হইতেছে ? দরিদ্র অজ্ঞান ইহাদিগের দ্বারা। বঙ্গদেশে ত কত রাজা ধনী আছেন, তাহাদিগের হস্তে সত্যধৰ্ম্ম সংস্থাপন ও প্রচারের ভার দেওয়া হইল না কেন ? ইহার উত্তর ভবিষ্যৎ প্রদান করিবে । এই ব্রাহ্মধর্মের পুরাবৃত্ত মধ্যে কত অশ্রবারি নিপতিত হইয়াছে, কত লোকের