পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× &) উপদেশ । শরীর শীর্ণ হইয়াছে। কিসের অনুরোধে ? কেবল সত্যের অনুরোধে । দীন দরিদ্র মনুষ্যের কথা ধনীরা শুনিতে না পারেন, কিন্তু আমরা জানি, এই ব্রাহ্মধৰ্ম্মে কত শত লোকের উপকার হইয়াছে। পরমেশ্বর এই বঙ্গদেশে এই ব্রাহ্মধৰ্ম্মকে প্রেরণ করিয়া সমুদয় ভারতের, সমুদয় পৃথিবীর মঙ্গল সাধন করিবেন। সকলকে এই বিশ্বাস করিতে হইবে। কেবল তুলনা ও অনুভব করিবে কেন ? যেখানে ব্রাহ্মধৰ্ম্ম লইয়া গমন করিবে, সেইখানেই তাহার জয় স্বচক্ষে দেখিতে পাইবে । বিদেশী মনুষ্যদিগের মধ্যে গমন কর, ব্রাহ্মধৰ্ম্মের সত্য সঞ্চারণ করিতেছে দেখিবে ; দেখিতে পাইবে, সকলে ভ্রাত বলিয়া তোমাকে আলিঙ্গন করিবে। কোথায় পাঞ্জাব, কোথায় আসাম, কোথায় মান্দ্রাজ, কোথায় বম্বে, কত সহস্ৰ সহস্ৰ স্থানে, যেখানে ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ভিন্ন ভাষা উচ্চারণ করে, তাহাদিগের নিকটে ব্রাহ্মধৰ্ম্মের সত্য প্রচার করিয়া দেখ, গ্রহণ করে কি না। আমি একজন সামান্ত ব্যক্তি, আমি স্থানে স্থানে যেখানে গমন করিয়াছি, যেখানে সত্য ধৰ্ম্মের কথা উচ্চারণ করিয়াছি, সেখানে সমাদর, স্নেহ আমার শরীরকে, আত্মাকে পরিপ্লাবিত করিয়াছে। একি আমার গুণে ? কখনই নহে, কেবল এই সত্যের মহিমাতে। প্রাসাদের উপর উত্থান করিয়া দেখ, ভারতের সকল স্থানে ব্রাহ্মধৰ্ম্মের সত্য-প্রদীপ প্রদীপ্ত হইয়াছে ; এক স্থান হইতে আর এক স্থানে ভ্রমণ করিতেছে। যেখানে যায়, সেখানেই ভ্রমরাশি ভস্মীভূত হইয়া যায়। অনেক সাগর অতিক্রম করিয়া গমন কর, দেখিবে কি আশ্চৰ্য্য ব্যাপার সত্যপ্রচার দ্বারা সম্পন্ন হইতেছে। একজন সামান্ত ব্যক্তি সত্য বলিয়া রাজা প্রজাকে অবনত করিতেছে ; তাহার কথা শুনিয়া শত শত নরনারী একত্র হইয়া ঈশ্বরের ধন্যবাদ করেন। এইরূপে বঙ্গ ভারত একত্র হইতেছে। সকল দেশ পিতার