পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r. উপদেশ । "לכל দ্বারা ভ্রাতা ভগিনীর কল্যাণ সংসাধিত হইল ? এখনও সত্যকে স্বপ্ন, স্বপ্নকে সত্য বলিতেছ ? তোমাদের দ্বারা কত দূর ব্রাহ্মধৰ্ম্ম পৃথিবীতে প্রচারিত হইল ? কিন্তু এরূপ বিশ্বাস আছে যে, তোমাদিগের দ্বারা পরমেশ্বর জগতে ব্রাহ্মধৰ্ম্মের পরিচয় দিবেন যে, অতি নীচ হইলেও মুক্তি ও উন্নতির উপায় হইতে পারে। এমন অবসন্ন দেশের হীন ঘৃণিত মনুষ্য পরিত্রাণ পাইলে অন্য কোন মনুষ্যের ভয় থাকিবে না। ভারতে সত্যের জয় পরিত্রাণের জয় হউক, মনুষ্য সত্যের বশীভূত হউক। সত্যের পতাকা পৃথিবীতে আলোক দান করুক, স্বর্গ হইতে উচ্চতর স্বর্গে অনন্তলোকে ঈশ্বরের জয় ঘোষণা করুক।