পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 উপদেশ ঈশ্বর অনেক হইলে বিশ্বের সমুদায় নিয়ম কৌশলের মধ্যে আমরা এরূপ একত্ব কখন দেখিতাম না ! যাহ! অনন্ত পূর্ণ, তাহ এক ভিন্ন দুই হইতে পারে না । অস্তবৎ পরিমিত বস্তুই অনেক হইয়া থাকে । তকে কি তিনি জগৎ সৃষ্টি ও রক্ষার জন্ত কাহারও সাহায্য গ্রহণ করিয়াছেন ? এরূপও হইতে পারে না । যিনি সৰ্ব্বশক্তিমান তাহার কি কোন বিষয়ে শক্তির নূ্যনত । আছে, যে অন্তের সাহায্য আবশ্যক, করিবে ? যদি তাহা হয়, তবে তিনি ঈশ্বর নহেন অনেকের এই প্রকার মত যে আমরা ঈশ্বর ভাবিয়া অন্ত যে কোন বস্তুরই পূজা করি না কেন, তাহাতেই ঈশ্বরের পূজা হয় । তাহাদের ইহা ভয়ানক ভ্ৰম আমি একজন কৃষককে রাজা বলিলাম, তাহাতে সে রাজা হইতে পারে না, রাজার প্রাপ্য রাজস্ব দি , যদি একজন কৃষককে দান । করা যায়, তাহাতে যে - রাজার অবমাননা হয়, রাজ! তাহাকে বিদ্রোহী স্থির করিবেন । সেইরূপ সৃষ্টবস্তুকে স্রষ্টা : বলিয়া – কোন মনুষকে, কি অচেতন পদার্থকে ঈশ্বর রলিয়া পূজা করিলে কিছুই ফল হয় না, বরং অপরাধ: অামার রুচি কি ভ্রান্তির জন্ত এক বস্তু অন্ত্য বস্তু হইতে পারে না । যাহা সত্য, তাহা সত্য থাকিবে। যদি কোন শিশু জননী ভ্ৰমে একটী পুত্তলিকার স্তন পান করিতে