পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

se *: উপদেশ নিম্ন প্রকৃতি উচ্চকে নিয়মিত করিতে পারে না । জ্ঞানের অনুশীলনে জড়জগতে অনেক প্রকার উন্নতি হইল, ' অসম্ভব সম্ভব হইল । চিকিৎসাশাস্ত্র প্রভাবে অনেক । অন্ধ ব্যক্তি চক্ষু প্রাপ্ত হইল, পঙ্গু গতিশীল হইল, আপাততঃ যাহাকে দেখিলে মৃত বোধ হয় এমন মানুষ পুনর্জীবিত হইল, বধির ও বোবা কথা কহিতে শিখিল । প্রাকৃতিক শক্তিকে জ্ঞান দ্বারা আয়ত্ত করিয়া কেহ আকাশে উড়িতেছে, কেহ সাগরে ডুবিতেছে, বিদেশস্থিত বন্ধুর সহিত কথাবাৰ্ত্ত কহিতেছে, ভবিষ্যতে আরও কত আশু অসম্ভব ক্রিয়া সম্ভব হইবে কে ললিতে পারে? আধ্যত্মিক শক্তিতে কখন কখন জড়ীয় ব্যাপার ঘটয়া থাকে বটে ; কিন্তু জড় জড়ের নিয়মানুসারে, আত্মা আত্মার নিয়মে পরিচালিত হয় । তবে উচ্চ নীচ উভয় প্রকৃতির পরস্পর যোগ থাকার জন্য অনেক কাৰ্য্যে ছয়েরই চিন্তু দেখা যায় । যেমন সূৰ্য্য পূৰ্ব্বদিকে উদয় ও পশ্চিমে অস্তগত হওয়া প্রকৃতির নিয়ম ; হিমপ্রভাবে সমুদ্রও নদীর জল যত পরিমাণে বরফ হওয়৷ বিধেয় তাহাই হইবে, সমস্ত জলরাশি কখনও হিমশীলাতে পরিণত হইবে না । এবং যেমন এই সমস্ত নিয়মপ্রণালী অতিক্রম করিয়া কাহারও কিছু করিবার সাধ্য নাই ; ধৰ্ম্মজ্ঞানে, ধৰ্ম্মবিশ্বাসে এবং ধৰ্ম্মশাসন সম্বন্ধেও