পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসম্ভব সম্ভব 8 S তেমনি বিধি আছে । জড়ীয় নিয়মে যাহা অসম্ভব, আধ্যাত্মিক নিয়মে তাহা সম্ভব । জড়চক্ষে যাহা অসম্ভব অধ্যাত্মচক্ষে দেখিলে তাহ বিলক্ষণ সম্ভব ; অতএব অসম্ভবের সম্ভব হয় । । পরমাত্মা চৈতন্যময়, জড়েরও প্রভু, জীবেরও প্রভু, আত্মারও প্রভু, ত্রিভুবন তাহার নির্দেশে শাসিত হইতেছে । নিজ বিধি অতিক্রম না করিয়াও তিনি সমস্ত শাসন করেন । মহাপুরুষগণের জীবনের ঘটনাও এই প্রকারে পরিচালিত ; তাহারা প্রকৃতির অতীত নহেন, কিন্তু ঐশী শক্তি ও অসামান্য প্রভাবহেতু উচ্চ প্রকৃতি দিয়া নীচ প্রকৃতিকে অনেক দূর চালিত করিতে পারেন । বিশ্বাসে রোগীর রোগ সারে, তুৰ্ব্বলের বল হয়, মনস্কামনা পূর্ণ হয়, শিথিল চরিত্র লোকের ইন্দ্রিয় ংযম হয়, এবং অন্যান্য অনেক আশ্চৰ্য্য ঘটনা ঘটে, কে তাহা না শুনিয়াছে ? এ বিষয়ে অনেক অত্যুক্তি আছে বটে ; অনেক ভেস্কিবাজ যাত্নকর ধৰ্ম্মাত্মা বলিয়া পরিচিত হইয়া থাকে । কিন্তু আমরা যতদূর অবিশ্বাস করি ততদূর সঙ্গত নয় । আমরা যাই জানি ও বিশ্বাস করি তদপেক্ষা অনেক আশ্চৰ্য্য ঘটনা জগতে সঙ্ঘটিত হইয়া থাকে । বিশ্বাসদ্বারা নীচ প্রকৃতি মধ্যে উচ্চ প্রকৃতির আবির্ভাব হয় । *