পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 & উপদেশ এমনও একদিন झिल যখন মানুষ মহা অজ্ঞানজালে জড়িত থাকিয়া ধৰ্ম্মের নামে হত্য ও চুরি ইত্যাদি কুকাৰ্য্য করিত। দেবতার সম্মুখে নরবলি দিত, সন্তান বৎসল জননী সন্তানকে জলে ভাসাইয়া দিত, একজন অন্ধ চক্ষু পাইলে, কি একজন বোবা কথা কহিলে, একটি উৎকট রোগ আরাম হইলে, লোকে দৈববল বিশ্বাস করিত,– বলিত অসম্ভব সম্ভব হইল । আর যেখানে সেই ঘটনা হইত সেখানে তীর্থ স্থাপন করিত । এখন কত অজ্ঞানী জ্ঞান পাইতেছে, কত বৃদ্ধ অন্ধ চক্ষু লাভ করিতেছে, কত মৃতপ্রায় লোকে জীবন পাইতেছে, কিন্তু কল্পিত নিয়মে নহে, প্রাকৃতিক নিয়মে এই সমস্ত ঘটিতেছে বলিয়া কেহ একবার ফিরিয়াও তাকায় না । যুগমাহাত্ম্যবলে কি জড়জগতে কি আত্মাজগতে অনেক অসম্ভব সম্ভব হইল । এখনও হইবে, – কতদূর হইবে কে বলিতে পারে ? এখন প্রকৃতির নব নব শক্তি আবিস্কৃত হইতেছে, উচ্চ বিধিতে নিম্ন জাতীয় নানা প্রক্রিয়া সম্পন্ন হইতেছে । জড়ের উপর চৈতন্তের প্রভাব দিন দিন বদ্ধমূল হইতেছে, এখনও দ্রষ্টব্য অনেক ব্যাপার অবশিষ্ট আছে । , অত্যন্ত অসম্ভব ব্যাপার সেইগুলি, যাহা প্রত্যাদিষ্ট মহাপুরুষগণ সাধন করিয়া গিয়াছেন। তাহাদের সাধনা