পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

éや উপদেশ মিলিয়া অগ্নিক্ষেত্র হয়, কে না জানে ? এইরূপ দশজনে মিলিয়া ভগবানের পূজা সেবাদি করিলে, পস্পরের মধ্যে এক দিব্যপ্রভাবের উৎপত্তি হয়, তাহারই উপর স্বৰ্গরাজ্যের ভিত্তি । কতকগুলি লেকি মিলিয়া দল কান্ধিলেই স্বৰ্গরাজ্য হইল না । সম্প্রদায় হইলেই স্বগ রাজ্য হইল না । সাম্প্রদায়িকতার মধ্য দিয়া অনেক নরকের সৃষ্টি হইয়াছে। অনেক লোক একত্র হইয়া চীৎকার করিলে, একদল একত্র হইয়া অপর দলের উচ্ছেদ চেষ্টা করিলে, এক সমাজের যত্নে অপর সমাজের অখ্যাতি রটিলে, পরস্পরের প্রতি ঘৃণ । বিদ্বেষ বাড়িল ; উহা স্বগ রাজ্য নহে—নরক রাজ্য—ধৰ্ম্মের নামে অধৰ্ম্মের সংস্থাপনা । ইহা পরিহার করিবে ! ঈশ৷ দ্বাদশটী শিষ্য লইয়া এক প্রকাণ্ড স্বগ রাজ্য নিৰ্ম্মাণ করিলেন । প্রথমতঃ সেই দ্বাদশটী লোকের ভিতর বিরোধ ছিল, এত বিরোধ ছিল যে, কি করিয়া তাহাদিগকে লইয়। ঈশ স্বকাৰ্য্যসাধন করিতেন ভাবিয়া স্থির করা যায় না । বোধ হয় তাহার নিজের গুণে শিষ্যেরা পরস্পরের গুণ স্বীকার করিল, একতা স্থাপন করিল, ও পৃথিবীকে জয় করিল । তবে আমাদিগের নিরাশ হইবার কারণ কি ? যদি আজ এই গৃহ, এই বারেণ্ডা, এই উদ্যানপৰ্য্যন্ত লোকে পরিপূর্ণ হইত, তবে সুখের বিষয় হইত ; কিন্তু যে কয়েকজন