পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্গরাজ্য কাহাকে বলে ? & আমরা মিলিয়াছি যদি আমরা একাত্ম হই, তাহ হইলে কি কিছু অসম্ভব থাকে ? যদি অল্প সংখ্যক হৃদয় দৈবশক্তিতে মিশিয়া যায়, উৎসাহে উৎসাহ, আহলাদে আহলাদ, ধৰ্ম্মনিষ্ঠাতে ধৰ্ম্মনিষ্ঠ বাড়িয়া যায়, তবে কি না হয় ? হৃদয়ের সহিত হৃদয়ের সংঘর্ষণে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহাতে লোক, ভূলোক চমকিয় উঠে । বৃক্ষের সঙ্গে বৃক্ষের সংঘর্ষণে যেমন দাবানল উৎপন্ন হইয়া তাবৎ অরণ্যকে, তাবৎ দেশকে দগ্ধ করে, তেমনি মানবসমাজেও হইয়া থাকে । সেদিন আমেরিকাতে কি অগ্নিকাণ্ড হইয়া গেল । হয়ত একস্থানে কতকগুলি শুষ্ক পত্র পড়িয়াছিল, ঘটনাক্রমে তাহাতে একবিন্দু অগ্নির সংযোগ হইয়া গেল ; হয়ত একটা শুষ্ক বৃক্ষের সঙ্গে আর একটা বৃক্ষের সংঘর্ষণে এককণা আগুণ জন্মিয় অরণ্য, নগর, দেশ সমুদয় জ্বলিয়া উঠিল, এবং সংসারে যাহা কোন কালে ঘটে নাই তাঁহাই সংঘটিত হইয়া গেল । ধৰ্ম্ম ইতিহাসে ও লোকসমাজে এইরূপই ঘটিয়া থাকে । এখানে সাম্বৎসরিক উৎসবের আড়ম্বর প্রায় কিছুই নাই । না বাদ্যভাণ্ড, না পতাকার প্রাচুর্য্য, না পুষ্প পত্রের ছড়াছড়ি ; অন্য কিছুই আকর্ষণ নাই । কিন্তু আত্মার ভিতরে আগুণ জ্বলিতেছে ; ভক্তি, বিশ্বাস,