পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ レアー উপদেশ আশা, উল্লাসের তরঙ্গ উঠিতেছে । সমরক্ষেত্রে মন্ত অশ্বের ন্যায় মন নাচিতেছে। এই পয়ষট্টি বৎসরের তাবৎ ঘটনা যত ভাবি, ততই ভগবানের এই আশ্চৰ্য্য ব্রাহ্মধৰ্ম্মলীলা স্মরণপথে পড়িয়া হৃদয়কে বিস্ময় ও কৃতজ্ঞতায় বিমুগ্ধ করে, অবাক করে, অন্তর কেবল অন্তৰ্ম্ম খ্ৰী হইয়া অবিশ্রান্ত ভক্তি বিশ্বাসে উৎপীড়িত হয় ও মনের ভাব প্রকাশ করিতে চায় । - প্রিয়গণ, তোমাদের যার যত বয়স সেই পরিমাণে তোমাদের সঙ্গে পরমেশ্বরের লীলা অন্তরে আলোচনা করিয়া দেখ,-দেখিলে বুঝিতে পারবে, কিজা তোমাদের পক্ষে এই উৎসবে যোগদান করা কৰ্ত্তব্য । সেই জ্ঞানময়, শক্তিময়, আত্মার অন্তরঙ্গ প্রভু—এই শরীরে জীবনরূপী দেবতা, আমাদিগকে কিরূপে পরিবর্তিত করিয়াছেন ! কি ছিলাম, কি হইয়াছি, কি হইতে যাইতেছি ? আমাদের অনেক জ্ঞাতি, বন্ধু, আত্মীয়স্বজন কে কোথায় পড়িয়া আছেন— কত লোকে স্বরাসক্ত, কুকাৰ্য্যে লিপ্ত, অত্যাচারে পীড়িত, আর আমরা এই মাঘ মাসে মহানন্দে সেই স্বৰ্গরাজ পবিত্র দেবতার সঙ্গে উৎসবে প্রবৃত্ত হইতেছি । অসীম উৎসাহ আনন্দে আজ অন্তঃকরণ ভাসিতেছে । , আমি বলিনা শান্তিকুটার স্বৰ্গধাম, এখানে অনেক কাৰ্য্য হয় যাহা সত্য ও শান্তির বিরোধী। কিন্তু প্রিয় বন্ধুগণ,