পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্গরাজ্য কাহাকে বলে ? ○ 。 যখন এখানে তোমাদের সমাগম হইয়াছে, তোমাদের ভক্তি অশ্রুতে ইহার মলিনতা ধৌত হইবে । যেমন ফুলে ফুল মিশিয়া ফুলরাশি হয়, পত্রে পত্র মিশিয়া ছায়া ও শোভাকে সৃজন করে, গঙ্গাতে বহুনদী মিশিয়া পদ্মার প্রকাণ্ড স্রোত বহমান হয়, তেমনি আশা হইতেছে, এই দশ পনের জন ভাল করিয়া মিশিতে পারিলে, সকলের ভক্তিরাশি সেই ব্রহ্মধাম আজ সুশোভিত করিবে ; পত্ররাশির ন্যায় সেই ব্ৰহ্ম কল্পতরুমূলে সঞ্চিত হইতে পারবে ; জলস্রোতের হ্যায় নগরকে শীতল করিয়া সেই ব্রহ্মসাগরে মিশিবে ; এবং নববিধানের মধ্য দিয়া স্বৰ্গরাজ্যের অবতারণা হইবে । ভক্তিতে ভক্তি মিশিলে উহা মহা বন্যায় হ্যায় ছুটিব, এবং আমাদের সকলের আত্মাকে প্লাবিত করিবে । একের চেষ্টা যত্ন সকলের চেষ্টা যত্নের সঙ্গে মিশিয়া মহা কৰ্ম্মক্ষেত্রের দ্বার খুলিয়া দিবে। - হে মঙ্গলময় পিতা, আজ তোমার স্বৰ্গদ্বারে পাপীর আঘাত করিতেছে । স্বৰ্গরাজ্য কি, কিরূপে তুমি এই রাজ্য রচনা করিয়াছ, আমাদিগকে তুমি তাহা কথঞ্চিৎ দেখাইয়াছ, সকল বন্ধুবান্ধবগণকে তাহা তুমি দেখাও । আমরা কি বলিব যে স্বৰ্গরাজ্য বিষয়ে তোমার যে অঙ্গীকার তাহা পূর্ণ হয় নাই ? কৃপাময় স্বৰ্গরাজ ! কয় বৎসর হইল কলিকাতায় তুমি কি করিয়াছিলে ? কতকগুলি হৃদয়