পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\&) o উপদেশ মিলিয়া তোমার জয়ধ্বনিতে এই কলিকাতার আকাশকে পূর্ণ করিয়াছিল। এত অমিল, এমন ছিন্ন ভিন্ন ব্রাহ্মমণ্ডলীকে কি চিকাগোর মহামেলা এক হৃদয় এক প্রাণ করিয়া দেয় নাই ? হে পিতা, আমরা এখনও ত মরি নাই । এখনও যে প্রাণে প্রাণ মিশাইলে মহাপ্রাণের সঞ্চার হয় ; হৃদয়ে হৃদয়ের প্রতিঘাতে মহাআগুণ জ্বলিয়৷ উঠে ; তোমার ইচ্ছা পূর্ণ কর । আমাদের মধ্যে তোমার ঐ পবিত্র স্বৰ্গরাজ্য আনয়ন কর । - শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।