পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলিদান . “ د ۰ د শ্ৰেয়ঃ, অন্তে যদি তোমাদিগকে এককালে শত জীবন দেয় তাহাও অগ্রাহ । অতএব তোমরা তপস্যার অগ্নি প্রজ্বলিত কর, বলিদানের জন্য আয়োজন কর, সিদ্ধি লাভের জন্য প্রস্তুত হও হে জীবন্ত জাগ্রত পরমেশ্বর, কথায় মানুষ ভোলে না, তুমি কি কথায় ভুলিবে ? কেবল বাহিক আড়ম্বরে সংসারে কোন গুরুতর অভিপ্রায় সিদ্ধ হইয়াছে যে এই ধৰ্ম্মে সিদ্ধিলাভ হইবে ? যদি বাহিরের সামান্য সিদ্ধিও না পাইলাম তবে তোমাকে কিরূপে প্রাপ্ত হইব ? সামান্য সেবাতে যখন বন্ধুকে, পরিবারকে ভোলান যায় না, তোমার ঋণ ইহাতে কিরূপে শোধ হইবে ? কত সোণার শরীর তোমার অন্বেষণে মাটী হইল, কত মহাজনের বাণিজ্য, জ্ঞানীর বিদ্যা ব্যয় হইল, কত পরিবার, কত জনপদ ছারখার হইল, তবুও তুমি তুষ্ট হইলে না কি দিয়া তোমাকে সন্তুষ্ট করিব ? আমাদের কি আছে ? আমাদের এই জীবন আছে, ইহা তুমি গ্রহণ কর, আমাদের এই আত্মা আছে ইহা তুমি গ্রহণ কর । জ্ঞান, ভক্তি, বিবেক, বিচার যাহা কিছু আছে তুমি সমস্ত গ্রহণ কর, আমরা যেন তোমার জন্য সৰ্ব্বস্ব ব্যয় স্বীকার করি । আমাদের এই সামান্য উদ্যোগ, সাধন, সেবা তোমার চরণে অর্পণ