পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У X o উপদেশ কত নদী মিশিয়া রহিয়াছে ; ইহার মধ্যে প্রচ্ছন্ন যমুন। সরস্বতী, ইহার সঙ্গে কত খাল, বিল, তড়াগের সম্মিলন, অথচ ইহা সঙ্কীর্ণ । সহজে কিন্তু বুঝা যায় না যে এই নদীতে এত সংযোগ বিয়োগের ব্যাপার আছে , } কেবল জ্ঞান, ভাবনা, অনুসন্ধানে উহার ভিতর হইতে এই সমস্ত কথা বাহির হয় । মহাজনগণের জীবনও এইরূপ ; উহ। আপাততঃ দেখিতে পরিসরে, আকারে, প্রকারে, তোমার আমার জীবন অপেক্ষা অধিক বলিয়া বোধ হয় না । কিন্তু উহার ভিতরে কত সত্যের সন্নিবেশ, কত ভাবের উচ্ছাস, কত অন্তঃসলিল যোগ, কত ভক্তির গভীরতা, কত কত সাধনা, কত চেষ্টা । একজন ধৰ্ম্মাত্মার অন্তরে কত শাস্ত্রের তত্ত্ব, কত ঋষিমুনির শিক্ষা, কত আদর্শের সমন্বয়, একজন মানুষের আত্মা মধ্যে কত মানুষের আত্মা । এই সকল ব্যাপার দেখিলে ভাবিলে, অনুসন্ধান করিলে তুমি অবাক হইবে । ঈশ-চরিত্রের ভিতর কত বিশ্বাসী শিষ্যের জীবন, কত পরাক্রান্ত মণ্ডলী, কত দুঃখী, পাপী তাপী, ভগ্ন হৃদয়ের আশা, কত অন্ধ রোগীর উদ্ধার ! কত জাতির কত জীবনের বিশ্বাস, শান্তি, কত আত্মার আহলাদ আগ্রহ, কত দীন হতভাগ্যের সান্তুনা, কত ধৰ্ম্মের জন্য নিপীড়িত জনের নির্ভর সহিষ্ণুতা ! এইরূপ সমস্ত মহাজনগণের