পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মচিন্তা, ধৰ্ম্মমত, ধৰ্ম্মভাব ধৰ্ম্মচরিত্র শান্তিকুটার – কলিকাতা রবিবার, ২১শে মাঘ, ১৮১৬ শক, ৩রা ফেব্রুয়ারী ১৮৯৫ খ্ৰীষ্টাব্দ যেমন ইষ্টকের উপর ইষ্টক স্তরে স্তরে গ্রথিত করিয়া গৃহের ভিত্তি, প্রাচীর ও ছাদ প্রভৃতি নিৰ্ম্মিত হয় জান, তেমনি ধৰ্ম্মজীবনের নানাস্তরের কথা শ্রবণ কর । হে সাধক ! তুমি এই ধৰ্ম্মজীবনের কোন স্তরে বাস কর, তাহার সমাচার কি বলিতে পার ? ধৰ্ম্মজীবন কিসে ? চিন্তায় । বুদ্ধ বলেন “ যে যাহা ভাবে তাহার জীবন তাই ” – চিন্তাতে জীবন জড়িত, জীবন গঠিত, জীবন পৰ্য্যাপ্ত যাহার ভাবনা পবিত্র তাহার জীবন পবিত্র, যাহার চিন্তা অপবিত্র – বাহিরে তাহার জীবন নির্দোষ হইলেও ভিতরে অপবিত্র । মনে যখন ভগবানের চিন্তা উদয় হয়, কে পৃথিবী স্মৃষ্টি করিলেন, কে রক্ষা করিতেছেন, এই বিস্তীর্ণ আকাশ পূর্ণ করিয়া কে বসতি করেন, আমার অন্তরে কে বিরাজ করেন, ইতিহাসক্ষেত্রে কে অভিনয় করেন, যুগ ধৰ্ম্মবিধানকে