পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপেন্দ্রকিশাের রচনাসমগ্র

কথা বলিয়া দ্রোণকে ফাকি দিয়াছিলে, সেই পাপে তােমাকে নরক দেখিতে হইল। এইরূপ অল্প অল্প পাপ ভীমার্জুন, দ্রৌপদী প্রভৃতি সকলেরই ছিল, তাই সকলকেই কিছু কিছু কষ্ট পাইতে হইয়াছে। কিন্তু এখন আর তাহাদের কোনাে কষ্ট নাই, তাহারা সকলেই স্বর্গে গিয়াছে। তােমার পক্ষের রাজাদেরও সকলেরই স্বর্গলাভ হইয়াছে। এখন তুমি শােক পরিত্যাগপূর্বক আমার সঙ্গে আইস, সকলকেই দেখিয়া সুখী হইবে। ঐ দেখ, দেনদী মন্দাকিনী বহিয়া যাইতেছে উহার জলে স্নান করিলে, আর তােমার শােক, তাপ, হিংসা, ক্রোধ প্রভৃতি কিছুই থাকিবে না।” সকলের শেষে ধর্ম যুধিষ্ঠিরকে বলিলেন, “বৎস! আমি তােমার উপর বড়ই সন্তুষ্ট হইয়াছি। বারবার তােমাকে পরীক্ষা করিয়া দেখিলাম যে, তােমার তুল্য ধার্মিক আর নাই। তুমি যে তােমার ভাইদিগকে ছাড়িয়া স্বর্গ ভােগ করিতে চাও নাই, ইহাতেও তােমার মহত্ত্বের প্রমাণ পাওয়া যাইতেছে। এখন তুমি আমার সঙ্গে ঐ মন্দাকিনীর পবিত্র জলে স্নান কর।” মন্দাকিনীর জলে স্নান করামাত্র যুধিষ্ঠিরের মানুষ দেহ দূর হইয়া দেবতুল্য অপরূপ উজ্জ্বল মূর্তি দেখা দিল। তখন তিনি ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, কুন্তী, মাদ্রী, পাণ্ডু, ভীষ্ম, দ্ৰোণ প্রভৃতি আত্মীয়গণ এবং কৃষ্ণের সহিত মিলিয়া স্বর্গের অতুল আনন্দে মগ্ন হইলেন।