পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ছোট্ট রামায়ণ
৭৪৯

রুষিয়া তখন কহিলেন সীতা,
“বুঝিনি সকলই হায়,
ওরে দুষ্ট, তুমি এই চাও, যাতে
রাক্ষসে তাঁহারে খায়৷”
কঠিন কথায় ব্যথা পেয়ে হায়
গেলেন লক্ষ্মণ চলি,
অমনি সেথায় আইল রাবণ,
“হর হর বোম!” বলি৷
যোগীর মতন সেজেছে রাবণ
চেনা নাহি যায় তারে,
টিকি দোলাইয়া হাসিয়া-হাসিয়া
আসিল কুটির দ্বারে৷
যোগী ভাবি সীতা বসিতে আসন
দিলেন যতন করে,
ঘরে ছিল ভাত, আনিয়া আদরে
খাইতে দিলেন পরে৷
কহিছে রাবণ, “কার মেয়ে তুমি?
কেমনে আইলে বনে?”
সীতা কন, “আমি জনকের মেয়ে
এসেছি পতির সনে৷”
শুনি দুষ্ট কয়, “ভিখারীর সাথে
বয়েছ কিসের তরে?
বনের ভিতবে বাঘ থাকে ভারি
খাইবে তোমারে ধরে৷
মোর সাথে চল, আমি সেই রাজা,
রাবণ যাহারে কয়,
খাটেতে বসিয়া পাইবে সকল
যা তোমার মনে লয়৷”
সীতা কন তারে, “বটে রে অভাগা
এত বড় মুখ তোর!
আজি তোর দাঁত ভাঙিবেন রাম
দাঁড়া দেখি দুষ্ট চোর৷”
কুড়ি চোখ তায় ঘুরায় রাবণ
রাগেতে পাগল হয়ে,
বিশ পাটি দাঁত করি কড়্মড়্
চলে রে সীতায় লয়ে৷