পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৮১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সেকালের কথা
৮০৫

প্রকাণ্ড কারবার চলিতেছে। ইহা অপেক্ষা প্রাচীনকালের পাথরে হাতির চিহ্নও পাওয়া যায় না। তখনকার বড়লোক ছিলেন কুমির আর গোসাপ মহাশয়েরা। সে কি যেমন-তেমন কুমির আর গোসাপ? আজকালকার কুমিরেরা তো তাহাদের সামনে টিকটিকি! তাহাদের মাঝারিগুলি চল্লিশ পঞ্চাশ ফুট লম্বা হইত,বড়বড় গুলি একশ ইণ্ডযানোর্ডন দেড়শ ফুটের কম হইত না। এিশ ফুট লম্বা নিবামিষভোজী ডাইনোস তাহাদের এক একটা আবার পিছনের পায় ভর দিয়া উঠিয়া চলিতে পারিত। বাস্তবিক, জন্তু হইতে হইলে ঐরকমই হওয়া ভাল! আমরা কি জন্তু? আমরা তো পিপড়ে! যাহা হউক, আববা কয়েক লক্ষ বৎসর পূর্বে কুমিরও পৃথিবীতে ছিল না। তখন ছিল খালি মাছ, শামুক আর কাকড়া জাতীয় জন্তু। তাহারও পূর্বে হয়ত খালি গাছপালাই ছিল। তাহার পূর্বে? তাহার পূর্বে পৃথিবীতে বস্তু বা গাছপালা কিছুই ছিল না। পৃথিবী এত গরম ছিল যে, ৩খন তাহাতে জীবজও থাকা সম্ভবই হইত না। আকাশ ধোয়ায় আর মেঘে অন্ধকার ছিল, সূর্যের আলো তাহার ভিতরে প্রবেশ করিতে পাইত না। পৃথিবীর উপরিভাগ তপ্ত কড়াব মতন গরম ছিল। তাহাতে বৃষ্টি পড়িয়া আবার তখনই উড়িয়া যাইত। ভূমিকম্প ক্রমাগতই হইত। সেই ভূমিকম্পের বেগে মাটি ফাটিয়া পৃথিবীর ভিতরকার গলিত জিনিস বাহির হইত। পণ্ডিতেরা বলেন যে, আজও পৃথিবীর ভিতরটা এত গরম রহিয়াছে যে, তাহাতে সকল জিনিসই গলিয়া যায়। মাঝে মাঝে আগ্নেয় পর্বতের ভিতর দিয়া ঐ গলানো জিনিস বাহির হয়। তাহারও পূর্বে পৃথিবী ধোয়ার মতন ছিল। তখন সে ঐ সূর্যের ন্যায় জ্বলিত। বাস্তবিক, সূর্যেরও কালে পৃথিবীর দশা হইবে। সূর্যটা কিনা খুব প্রকাণ্ড, তাই তাহার ঠাণ্ডা হইতে ঢের সময় চাই। এক চামচে গরম দুধ শীঘ্রই ঠাণ্ডা হইয়া যায়; কিন্তু এক কড়া দুধ হইলে তাহা অনেকক্ষণ গরম থাকে। এইজন্য পৃথিবী শীঘ্র-শীঘ্র ঠাণ্ডা হইয়া যাইতেছে, আর সূর্য এখনো ঠাণ্ডা হইতে পারিতেছে না। চন্দ্র আরো ছোট, তাই সে ইহারই মধ্যে একেবারে ঠাণ্ডা হইয়া গিয়াছে। সূর্যের প্রায় সমস্তটাই হয়ত এখনো ধোঁয়ার মতন আছে। পৃথিবীর বাহিরের খানিকটা (অনেকে বলেন, প্রায় ত্রিশ-পঁয়ত্রিশ মাইল) জমাট বাঁধিয়া একটা ভোলার মতন হইয়াছে। ভিতরের অবস্থা কিরূপ, তাহা এখনো সম্পূর্ণরূপে স্থির হয় নাই। পূর্বে অনেকে বলিতেন যে, নারিকেলের যেমন ভিতরে জল, বাহিরে মালা, পৃথিবীরও তেমনি ভিতরে তরল পদার্থ, বাহিরে কঠিন আবরণ। কিন্তু আজকালকার বড় বড় পণ্ডিতদিগের এই মত যে, পৃথিবীর