পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে সংবিধানসম্মত সম্পর্ক ছিন্ন বা ব্যাহত হইয়াছে বা হইবার সম্ভাবনা দেখা দিয়াছে, সেই সকল রাষ্ট্রের সহিত সেই সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ চালাইয়া যাওয়া হইবে। আরও ঘোষণা করিতেছি যে, আমার উদ্দেশ্য হইল কংগ্রেসের আগামী অধিবেশনে, যে সকল রাষ্ট্রের জনগণ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহে প্রবৃত্ত থাকিবে না এবং যে সকল রাষ্ট্র সেই সময়ের মধ্যে স্বেচ্ছায় অবিলম্বে বা ধীরে ধীরে স্ব স্ব সীমানার মধ্যে দাসপ্রথা উচ্ছেদ করিবে ঐ রূপ ব্যবস্থা গ্রহণে সম্মত হইবে সেই সকল রাষ্ট্রগুলিকে, তাহদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী, আর্থিক সাহায্যদানের উদ্দেশ্যে কার্যকরী ব্যবস্থা অবলম্বনের জন্য সুপারিশ করা • • • আমাদের প্রভুর জন্মের এক সহস্র আটশত ত্ৰিষষ্টিতম বৎসরের জানুয়ারীর প্রথম দিনে, যেসব ব্যক্তি রাষ্ট্রে বা রাষ্ট্রের অন্তর্গত অংশে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহরত থাকিবে তথায় ক্রীতদাসররূপে ধ্রুত সকল ব্যক্তি তখন হইতেই এবং চিরকালের মত স্বাধীন হইবে ; এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যনিৰ্বাহক সরকার, তাহার সামরিক এবং নৌবাহিনীর কতৃপক্ষাসহ, এই সকল ব্যক্তিদের বা ব্যক্তির স্বাধীনতা, এবং উহা কার্যকরী করিবার জন্য তাহাদের চেষ্টা। [ বিধিসম্মত বলিয়া | স্বীকার করিবে এবং রক্ষা করিবে• • • ভগবৎ অভিপ্ৰায় প্রসঙ্গে হোয়াইট হাউসে থাকার সময়েও লিঙ্কন ভঁাহার চিন্তাধারাগুলি লিপিবদ্ধ করিয়া রাখিবার সময় করিয়া লইতেন। একটির পর একটি পরাজয় এবং হতাশার মধ্যে যুদ্ধ কোনমতে চলিতেছিল। এমন সময় ১৮৬২ সালের সেপ্টেম্বর মাসে ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে তঁাহার চিন্তাধারা লিপিবদ্ধ করেন । ঈশ্বরের ইচ্ছাই কার্যকরী হয় । গুরুতর প্রতিদ্বন্দ্বিতায় উভয় পক্ষই দাবী করে যে তাহারা ভগবানের ইচ্ছা অনুযায়ী কার্য করিয়া যাইতেছে। হয়তো উভয় পক্ষই, অন্ততঃ এক পক্ষ অবশ্যই ভ্ৰান্ত । একই সময় ভগবান একই জিনিষের পক্ষে বা বিপক্ষে থাকিতে পারেন না। বর্তমান গৃহযুদ্ধে ভগবানের হয়তো এমন কোন অভিপ্রায় থাকিতে পারে যাহা উভয় পক্ষেরই উদ্দেশ্য হইতে পৃথক ; তথাপি তাহার অভিপ্রায়কে কার্যকরী করিবার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হইল মানুষ । আমি একথাও বলিতে সম্মত আছি যে, এই প্রতিদ্বন্দ্বিতী ভগবানেরই ইচ্ছা এবং তঁহারই ইচ্ছায় ইহার সমাপ্তি এখনও ঘটে নাই। ইহা সম্ভবতঃ সত্য । বর্তমান প্ৰতিদ্বন্দ্বীদের মনের উপর তঁহার অসীম ক্ষমতার প্রভাব দ্বারাই তিনি মানবিক দ্বন্দ 88