পাতা:কবিতা ও গান.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৬
কবিতা ও গান।

বল বারবার!


যা বলিছ আজ,সখা,নূতন ত নহে,
সর্ব্বকালে সর্ব্বজনে ঐ কথা কহে;
আমিও ত চিরদিন জানিতাম মনে,
সৃজনের বিড়ম্বনা নারী এ ভুবনে।
দুঃখ জ্বালা কাঁটা মোরা অশুভ অহিত;
তুমি শুধু বলিতে গো তার বিপরীত।
এমনি নূতন কথা,এত অপরূপ,
বিষ্ময়ে উল্লাসে আমি রহিতাম চুপ।
আজন্ম বিশ্বাস তাহে টলিত তখন,
ভ্রান্ত কি হইতে পারে তোমার বচন!
বুঝিতে নারিনু তাহা মমতার ভুল,
বিধাতার মায়া যথা জগতের মূল।
প্রণয় ভেঙ্গেছে এবে ভাঙ্গিয়াছে মোহ,
পেয়েছ যা দিব্য সত্য,ভাল ক’রে কর
প্রাণের সংশয় বাঁধা মিটুক আমার;
হউক সত্যের জয়-বল বারবার!