পাতা:কবিতারত্নাকর.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

129 Z ১৫৪ আত্মচ্ছিদ ন জানালি পরচ্ছিদ্মনুসারিণী ॥ 154. Not alive to your own faults, you search out the saults of others. আত্মচ্ছিদ-১ ন জানাসি পরচ্ছিদানুসারিণী। জারস্যার্থে পতি৭২ হত্বা জলে তিষ্ঠতি নগ্নিক II ইতাতিহাসঃ ॥ এক দেশে এক রাজা ছিলেন র্তাহার কন্যার তত্রস্থ কে টালের সহিত আসক্তি হইয়াছিল কিছু দিনের পর সেই রাজকন্যার স্বামী অাইলে সে রাত্রিতে তাহার সহিত আলাপ করাতে অনেক রাত্রি গত হইল পরে পতির নিদু জানিয়া ঐ রাজকন্যা স্বীয় শয়নাগারহইতে বা হির হইয়া প্রান্তরবৰ্ত্তি এক শিবের মন্দিরমধ্যস্থ ঐ কো টালের নিকট আগমন করিলেন পরে অধিক রাত্রে আ৷ গমনপ্রযুক্ত ঐ কোটাল ক্রোধাবিষ্ট হইয়া ঐ রাজকন্য কে বিস্তর ভৎসনা করিলেক তাহাতে দণ্ডধরের ন্যায় দণ্ডদ্বারা দণ্ডসময় জানিয়া ঐ রাজকন্যা দণ্ডায়মান হই য়া মৃদুস্বরে কহিলেন যে হে প্রাণনাথ আমার পিতা বা ল্যাবস্থায় যাহার সঙ্গে আমার বিবাহ দিয়াছিলেন সে অদ্য আসিয়াছে অতএব কি করি লোকের অনুরোধে লজ্জায় পড়িয়া এক ঘড়ী সেখানে থাকিতে হইয়াছিল এ কথা শুনিয়। ঐ দণ্ডধর বিষধর প্রায় গৰ্জ্জুন পুরঃসর উটি য়া ঐ রাজকন্যাকে দুর্বাক্য বিষে জৰ্জ্জরিত করিয়া প্রহার করিলেক তাহাতে ছিন্নভিন্নবেশ1. আলুলায়িতকেশী ঐ রাজকন্যা নিশ্বাসপ্রশ্বাস পরিত্যাগপৰ্ব্বক উপপতির প। দাৰনত হইয়া কহিতে লাগিলেন যে যদি আপনার মানুষ •কোন মন্দ কৰ্ম্ম করে তাহাকে কি ঐরুপ প্রহার করিতে হয় এক্ষণে তুমি রাথিবে তো রাখ নতুব। আমি গলায় দড়ি দিয়া মরিব এমতে অধিক অনুনয়বিনয় করি Q