পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন l es শ্ৰীমন্ত । চলিলাম আমি তবে তরী গঠিবারে । কল্য প্রাতে যেও তুমি তরণীতে চড়ে ॥ নর্মদা নদীতে তরী থাকিবে সজ্জিত। কল্য শুভযাত্রা কোরো হেয়ে প্রফুল্পিত | ( প্রস্থান ) ভাবি মনে মনে কেবা কৰ্ম্মকার রূপে ; ছলনায় ভুলালে আসি, মোরে মায়াজালে । তবে কি পরীক্ষা লতে দেবী ! মহামায়া, আসিলেন মায়া করে, কৰ্ম্মকার রূপে ? নহে হেন সাধ্য করে অবনী মাঝারে। সপ্ততর গঠিবারে পারে নিমিষেতে ? ঘন মেঘে আচ্ছাদিত সূৰ্য্যরশী যথা অগ্নি সম তেজরাশি সৰ্ব্বাঙ্গে প্রকাশ, বুৰিলাম সানুকুল হয়েছেন দেবী ! দেবীর কৃপায় আমি তরিব জলধি, যাই তবে মার কাছে বিদায় লইতে, মীর পদরেণু নিয়ে চড়িগে তরীতে। ( প্রস্থান )