পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুখবন্ধ করুণা ধারাবাহিকরূপে “উপাসনা"য় প্রকাশিত হইয়াছিল, ইঙ্গ “শশাঙ্কে"র স্যায় ইতিহাস মূলক আখ্যায়িকা মাত্র, ভরসা করি কেহ ইহাকে ইতিহাস মনে করিবেন না । স্কন্দগুপ্ত, গোবিন্দ গুপ্ত, কুমারগুপ্ত, বন্ধুবৰ্ম্ম, চক্রপালিত, হর্ষগুপ্ত • প্রভৃতি ব্যক্তিগণ ঐতিহাসিক বুক্তি, স্কন্দগুপ্তের কুণযুদ্ধ ঐতিহাসিক ঘটনা, কিন্তু অধিক কথাই কাল্পনিক। “পাষাণের কথায়” স্কন্দগুপ্ত সম্বন্ধে যে সমস্ত কথা প্রকাশিত হইয়াছিল, কতকগুলি নুতন শিলালিপি আবিষ্কৃত হওয়ায় তাহার পরিবর্তন ক্লাবগুক ইয়াছে। তোরমাণকে এখন আর স্কন্দ গুপ্তের সমসাময়িক ব্যক্তি বলিতে পার! যায়ু না এবং ইহা স্থির যে স্কন্দগুপ্ত জীবিত থাকিতে তুণগণ গুপ্তসাম্রাজ্য অধিকার করিতে পারে নাই । স্বনগুপ্তের দুই পুরুষ পরে তোরমাণ মালব অধিকার করিয়াছিলেন । 拳 গ্রন্থখানি বন্ধুবর শ্ৰীযুক্ত কৃষ্ণচন্দ্র ঘোষ, হরিদাস সাঙ্গ ও ত্রমান ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় আদ্যোপশন্ত লিখিয়া দিয়াছেন । বন্ধুবর শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ কুমার ও যতীন্দ্রমোহন রায় গ্রন্থের পাণ্ডুলিপি আদ্যোপান্ত পাঠ করিয়া সংশোধন করিয়া দিয়াছেন ।

  • ট, কলিকাত সু, সমল , কলিকাতা। । শ্রীরাখালদাস বন্দ্যোপাধ্যায়

১৩ই कांग्लन, \): 8 } |