পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ বিচার প্রথম চন্দ্র গুপ্ত পাটলিপুত্র হইতে শক জাতীয় মঙ্গক্ষত্রপকে দূরীভূত করিয়া বপন গুপ্ত সাম্রাজ্যের আর্য্যপট স্থাপন করিয়াছিলেন, তখন হইতে প্রথম কুমারগুপ্তের রাজাকাল পর্য্যন্ত কেত আৰ্য্যপটের উপরে তৃতীয় সিংহাসন স্থাপিত হইতে দেখে নাই । মহানায়ক দেবধরের তত্ত্ব ত্যাগের পরদিন পাটলিপুত্রের নাগরিকগণ ধিস্মিত হুইয়া দেখিল যে, আর্য্যপটের উপরে দুই খানি সিংহাসনের পরিবর্তে চারিখানি সিংহাসন স্থাপিত চষ্টাছে। সম্রাট ও পট্টমহাদেবী আসন গ্রহণ করিলে অভিজাত-সম্প্রদায় ও সভাসদৃবর্গ বিঘ্নিত হইয়া দেখিল যে, গণিকা ইন্দ্ৰলেখা ও গণিকা মদনিক অবশিষ্ট্র সিংহাসনদ্বয়ে উপবেশন করিল। বৈতালিকগণের সঙ্গীত শেন তইলে পটুমহাদেবী, অনন্তাদেবী মহাপ্রতীঙ্গারকে জিজ্ঞাসা করিলেন, “ভবরুদ্র, পাষণ্ডাধম দেবধর কোথায়?” শোণ্ডিকপুল আৰ্য্যপট্রের সম্মুখে দাড়াইয়া অভিবাদন করিল এবং কহিল, “দেবি, মঙ্গনায়ক গুল্মাধিকৃত দেবধর আমাকে কল্য কহিয়াছিলেন যে, তিনি অদ্য বিচারকালে সভামণ্ডপে উপস্থিত থাকিবেন । তিনি বোধ হয় ম গুপের বহির্দেশে অপেক্ষা করিতেছেন।” “প্তাহাকে ডাকিয়া আন ।” “তিনি কি আমার আহবানে আসিবেন ?” “কেন আসিবেন না ?” “তিনি সাম্রাজ্যের মহানায়ক, সাম্রাজ্যের প্রাচীন প্রথানুসারে মহানায়ক ব্যতীত অপর মহানায়ককে ੋਜੀ করিতে পারে না ।” 参 পট্টমহাদেবী সম্রাটকে জিজ্ঞাসা করিলেন, “দেব, ইহা কি সত্য ?”