পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ ○ ミ。 নির্গত হইল, তখন সহস্ৰ সহস্র হলুসেনা নিশ্চিন্তমনে অন্তব্বেদলুণ্ঠন করিতেছিল ; ইণরাজ সসৈন্তে অতি ধীরে গোঁড়াভিমুখে অগ্রসর হইতেছিলেন। ক্ষুধিত ব্যান্ত্রের স্তায় রজনীর অন্ধকারে সেই বিংশতি সহস্র সেনা ক্ষুদ্র ক্ষুদ্র হ্ণসেনাদলের উপর পতিত হইল, বিস্মিত বিশৃঙ্খল হণসেনা পরাজিত হইয়া উদ্ধশ্বাসে পলায়ন করিল। হণসেনা নানাদলে বিভক্ত হইয়া লুণ্ঠন করিতেছিল, কোথা ও পঞ্চশতু, কোথাও সহস্ৰ, কোথাও বা পঞ্চBBB S BB BBBBBB BBBB BBB BBS BBB BBBSBBB BBBB করিতেছিল । দলে দলে হণসেনা পরাজিত হইয়া পশ্চাদপদ হইল বটে কিন্তু রজনীর শেষে ও শত্রু শেষ হইল না । প্রভাতে মুষ্টিমেয় শক্রসেনা দেখিয়া হণসেনা আশ্বস্ত হইল এবং চারিদিকে হইতে তাহাদিগকে আক্রমণ করিল। তখন চক্রবৃতি রচনা করিয়া গুপ্তসাম্রাজ্যের সেনা মৃত্যুর জন্য প্রস্তুত হইল। সাৰ্দ্ধসহস্ৰ বৎসর পুৰ্ব্বে কান্তকুব্জ নগরের অনতিদূরে জাঙ্গবী উত্তর বাহিনী ছিল, সেই স্থলে নদীর বক্রগতির জন্য সৈকত ভূমি সৰ্ব্বদা সিক্ত থাকিত। সেই জলাভূমিতে অষ্টাদশ সহস্র অশ্বারোগ লষ্টয়া গোবিন্দগুপ্ত, স্কন্দ গুপ্ত, ও বন্ধুবৰ্ম্মী হণ-সমরের শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন । সূর্য্যোদয় হইতে স্থৰ্য্যাস্ত পর্য্যস্ত সাম্রাজ্যের সেনা আল্লায়াসে আত্মরক্ষা করিল, কিন্তু সন্ধাকালে ক্লান্ত সেনাদল হতাশ হইয়া পড়িল । অশ্বত্যাগ করিয়া যুবরাজ ও মহারাজ-পুত্র হূণ-সৈন্যসমুদ্রে লম্ফ প্রদান করিতে উদ্যত হইয়াছেন, এমন সময়ে দূরে জয়ধ্বনি শ্রুত ভইল, বিজয়ী তৃণসেনা পলায়ন করিতে আরম্ভ করিল। গোবিন্দ গুপ্ত ও স্কন্দগুপ্ত বিস্মিত হইয়া পুনরায় অশ্বে আরোহণ করিলেন, তাহারা দেখিতে পাইলেন যে তিন দিক তহঁতে বর্ষার ঘনমেঘের দ্যায় সহস্ৰ সহস্ৰ অশ্বারোঙ্গীসেন তুণদিগকে আক্রমণ করিয়াছে। যুদ্ধে জয়লাভ করিয়াও কুণরাজ বিজয়ী হইতে পারিলেন না। লক্ষ লক্ষ হতাহত বন্দী যুক্ষিত্র পরিত্যাগ করিয়া খিঙ্খিল পলায়ন করিতে বাধ্য হইলেন । *ē, o,