পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@ 8 করুণ তাহারা বাহুলীক ও কপিশার শকগণকে তৃণবত জ্ঞান করে। হুণজাতি কখনও সাম্রাজ্যের সেনার সংস্পর্শে আসে নাই, সুতরাং আর্য্যাবর্তের সেনার প্রতি তাহাদিগের বিশেষ শ্রদ্ধা নাই । দামোদর। গোবিন্দ, তুমি ফি বলিতেছ! সামান্ত বৰ্ব্বরজাতির গতিরোধ করিবার জন্য পাটলিপুত্রে যুদ্ধসজ্জা করিতে হুইবে ? গোবিন্দ । তাত, কেবল পাটলিপুত্রে নহে, হয় ত সাম্রাজ্যের নগরে নগরে, মণ্ডলে মগুলে, ভুক্তিতে ভুক্তিতে যুদ্ধসজ্জা করিতে হুইবে । কুমার। সীমান্ত’আক্রমণের জন্য, না আত্মরক্ষার জন্য ? গোবিন্দ । আত্মরক্ষার চেষ্টা করিতে হইবে কি না তাত বলিতে পারি না, সীমান্তরক্ষার জন্য বিশেষ চেষ্টা করিতে হইবে। যদি গান্ধার ও কপিশার পর্বতমালা রক্ষিত না হয়, তাহ হইলে আর্য্যাবর্ত রক্ষা অসম্ভব । মহারাজ, শুনিয়াছি অতীতে বক্ষুতীরে একদিন বৰ্ব্বর শকজাতি ঝটিকা-তাড়িত সমুদ্রতরঙ্গের ন্যায় বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছিল, সে তরঙ্গরাশি যখন কপিশা, গান্ধার ও উষ্ঠান অতিক্রম করিয়া পঞ্চনদে আসিয়াছিল, তখন তাঙ্গর সম্মুখে আর্য্যাবৰ্ত্ত-রাজগণের সৈন্তরাশি তৃণমুষ্টির হ্যায় ভাসিয়া গিয়াছিল। দামোদর। গোবিন্দ, তুমি শকমণ্ডলেশ্বর, উপযুক্ত বিবেচনা করিয়া স্বর্গগত পরমভট্টারক মহারাজাধিরাজ ভট্টারিকা ধ্রুবস্বামিনীর বহু পুত্রগণের মধ্যে তোমাকেই সীমান্তরক্ষায় নিযুক্ত করিয়াছিলেন। তুমি সীমান্তের বর্বরজাতিসমূহের সংস্পর্শে আসিয়াছ, সুতরাং সীমান্তের অবস্থা তোমার অবিদিত নাই । যদি আবখ্যক হয়—ছয় মাসের মধ্যে সাম্রাজ্যের সমস্ত সেনা জালন্ধর নগরপ্রান্তে স্কন্ধারার স্থাপন করিবে। কুমার। গোবিন্দ, বিপদ যদি এত আসন্ন হয় তাহা হইলে শীঘ্রই যুদ্ধসজ্জা করিতে হইবে । নববর্ষে গ্রীষ্মারম্ভের পূৰ্ব্বে বালীক, কপিশা ও গান্ধার সুরক্ষিত করিতে হইবে। কল্যই মন্ত্রসভা আহবান করিব। তুমি সীমান্তরক্ষার কি ব্যবস্থা করিয়া আসিয়াছ ? :