পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করুণা --* t * శా "প্রথম পরিচ্ছেদ, • প্র মোদ-উদ্যাল • বসন্ত শেষ হইয়াছে, কাঞ্চনের রক্রুিম আভায় বনরাজি যেন জলিয়া উঠিয়াছে। গ্রীষ্মকাল, অপরাত্নে প্রমোদ উদ্যানে সরসার ঘাটে শুভ্র মন্মর আচ্ছাদনের উপরে জনৈক রমণী বসিল্প আছেন । সরসীবক্ষে নানাবিধ কমল প্রস্ফুটিত হইয়াছে, একদল হংস সন্তরণ করিয়া বেড়াই তেছে রমণী সরসীর স্বচ্ছজলে অলক্তকরঞ্জিত শুভ্ৰ কোমল চরণদুখানি ডুবাইয়া হংস-হংসীর জলক্রীড়া দেখিতেছিলেন। ঘাটের উপরে একটি বৃহৎ পনসরুক্ষের ছায়া আসিয়া পড়িয়াছিল, রমণী তাঙ্গর আশ্রয়ে উপবেশন করিয়াছিলেন। পনসের শাখাপ্রশাখা ও পত্নাবলীর মধ্য দিয়া প্রথুম গ্রীষ্মের প্রখর সূর্যরশ্মি আসিয়া তাঙ্গর সুন্দর মুখের উপরে পড়িতেছিল এবং শুভ্র ললাট ক্ষুদ্র ক্ষুদ্র স্বেদবিন্দুতে পরিপূর্ণ হইয়া গিয়াছিল। --- ঘাটের উপরে একটি মাধবীলতার কুঞ্জ, তাহার সুশীতল ছায়ায় কঠিন স্নিগ্ধ ভূমিশয্যায় শয়ন করিয়া পরিচারিকা ঘুমাইতেছিল। ময়ূরপুচ্ছ