পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wყbr করুণা আৰ্য্যসঙ্ঘের আচাৰ্য্য তথাগত গুপ্ত গোবিন্দগুপ্তের পদপ্রান্তে লুষ্ঠিত হইল, তাহা দেখিয়াঁ নবীন ভিক্ষুগণ দুই পদ পশ্চাতে হঠিয়া গেল। তখন মহারাজপুত্ৰ কহিলেন, “মুরারি উঠ, প্রয়োজন আছে, তোমার শিষ্যগুলিকে বিদায় কর ।” * * তখন তথাগত গুপ্ত বা মুরারি উঠিয়া অতি বিনীতভাবে যুক্তকর হইয়া কঠিল, “প্রভু, বহুদিন পরে নগরে ফিরিয়াছেন তাহা শুনিয়াছি, আদেশ পাইলে আমিই প্রাসাদে উপস্থিত হইতাম।” “শুন মুরারি, প্রাসাদ তোমার আমার পরামর্শের উপযুক্ত স্থান নহে, কারণ প্রাসাদের প্রতিপাষাণখণ্ডের কর্ণ আছে। নিকটে কোন নিভৃতস্থল আছে ?” "র্হ আছে, সঙ্ঘারামের বাহিরে যাইবেন কি ?” “তুই একটি সামান্ত বিষয়ের ব্যবস্থা করিয়া তাহার পর যাইব ।” “তবে দ্বিতলে আসুন ।” মুরারি বা তথাগত গুপ্তের সহিত গোবিন্দ গুপ্ত ও ঋষভদেব তোরণের পাশ্বস্থিত ক্ষুদ্র কক্ষে প্রবেশ করিলেন । সেই কক্ষের এক কোণে অতি সঙ্কীর্ণ বক্রগতি সোপানাবলী ছিল, তাহা অবলম্বন করিয়া সকলে দ্বিতলে উপস্থিত হইলেন। মুরারি তাহাদিগের সহিত বাতায়নবিহীন একটি কক্ষে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিল। তখন গোবিন্দগুপ্ত কহিলেন, “মুরারি, বিংশতিবর্ষ পরে অদ্য তোমাকে বিশেষ আবশ্রাক হইয়াছে।” “কেন প্রভু ?” “অদ্য রাত্রিতে আবার সঙ্কেত স্থানে যাইতে হইবে।” “সে কি ! শোণ্ডিকবীথিতে ? কোথায় যাইবেন?” “বিংশতিবর্ষ পূৰ্ব্বে নিত্য রাত্রিতে যেখানে যাইতাম।” “ইন্দ্ৰলেখার গৃহে ? প্রভু, তাহার রূপ-যৌবন বহুদিন অতীত হইয়াছে।” 海 “মুরারি, জীবনপথে অৰ্দ্ধশতাব্দী অতিবাহিত হইলে মানুষ আর অভিসারে যায় না। অদ্য পাটলিপুত্রের শোণ্ডিকবীথিতে নিশীথে পিতৃঋণ পরিশোধ করিতে যাইব ।” “প্রভু, অর্থ বুঝিলাম না, কি করিতে হইবে