পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર করুণ নিৰ্ম্মিত বাজনী ও রজতদণ্ড বিশিষ্ট চামর তাহার হস্তচুক্তি হইয়া ভূমিতে লুটাইতেছিল। এইসময়ে আর একজন পরিচারিক দ্রুতপদে মাধবীকুঞ্জে প্রবেশ করিল, এবং ইতস্ত তঃ চাঙ্গিয় অবশেষে ভূমিশয্যায় প্রথমাকে দেখিতে পাইল । সে তাঙ্গার নিকটে গিয়া তাহার হস্ত ধরিয়া উঠাইল । সে ব্যস্ত হইয়া উঠিয়া বাজনা ও চামর লইয়া বাজন করিতে উদ্যত হইল। তাঙ্গ দেখিয়া নবাগত হাসিয়া উঠিল এবং কহিল, “কাহাকে বাজন করিতেছিল ?” ৰাজনকারিণী লজ্জিত হইয়। চাহিয়; দেখিল কুঞ্জে অপর কেহই না : , 4 তখন দ্বিতীয় পরিচারিক জিজ্ঞাস করিল, “দেবী কোথায় ?” প্রথম BBBSBB BBBS BBBB BBBD ggt SBB KgB BBB কর, প্রভু আদি: sছন।” “কোথায় খুজিয়া পাইব ? মহাবলাধিকৃতের

প্রমোদ উষ্ঠান, একি ক্ষুদ্র স্থান যে নিমেনের মধ্যে পু জিয়া আনিব ?” “তুই رجي উঠিয়া দেখ দেখি, বস্তৃত রথি । এখনই প্রভ আসিয়া পড়িবেন। দেবী পুষ্করিণীর ঘাটে যান মাঠ ত ?” প্রথম পরিচারিক মাধবীকুঞ্জের শতক ছায় পরিত্যাগ করিয়া । মংস্যদেশীয় মন্মরমণ্ডিত ঘাটের দিকে অগ্রসর হইল। সে কিয়ার গিয়াই দেখিতে পাইল, যে তাহার প্রভুপত্নী পুষ্করিণীর জলে অলক্তকরাগরঞ্জিত শুভ্র চরণদ্বয় ডুবাইয়া সমিথুনের জলক্রীড়া দৰ্শন করিতেছেন। তাহাকে দেখিয়া দ্বিতীয়া পরিচারিকা বলিয়া উঠিল, “দেবি, শস্ত্র উঠিয়া আসুন, প্ৰভু আপনার সন্ধানে আদিতেছেন।” ঘিনি ঘাটে বসিয়াছিলেন, তিনি তাতার দিকে মুখ ফিরাইয়া কহিলেন, “তোর প্রভু আসুন না, আমি উঠিতে ঘাইব কেন ? পথ আছে, ঘাটে যথেষ্ট স্থান আছে ; তিনি আসুন, বসুন অথবা দাড়াইয়া থাকুন, যাহা ইচ্ছা হয় তাহাই করুন, আমি কেন উঠিতে গেলাম ?” পরিচারিক ঈষৎ লজ্জিত হইয়া কহিল, “ঠাকুরাণী কখন কি ভাবে ભુ ー